গ্রামের পাতায়

গ্রামের রাস্তা বেহাল দশা

পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ঘটা করে পথশ্রী অভিযানে ১২০০০ কিমি রাস্তা মেরামতী বা পুনর্নির্মাণের ঘোষণা করেছেন। বেশীর ভাগ গ্রামীণ পীচ বা ঢালাই রাস্তা প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা/বাংলা গ্রাম সড়ক যোজনা, অারঅাইডিএফ,ন্যাবার্ড ইত্যাদি প্রকল্পের অার্থিক বরাদ্দে নির্মিত হয়েছে। কিছু রাস্তা মনরেগা(১০০ দিনের কাজ)প্রকল্পে ঢালাই-করা হয়েছে। প্রতি ক্ষেত্রেই রাস্তা নির্মাণে দীর্ঘ মেয়াদি পরিকল্পনার অভাব সুস্পষ্ট। বেশীরভাগ গ্রামীণ পীচ রাস্তা বা ঢালাই রাস্তার দুপাশে জল নিষ্কাশনের কোন ব্যবস্হা নেই।রাস্তার উপরিভাগ দুপাশের জমি থেকে অনেক নীচুতে।তাছাড়া রাস্তার উভয়দিকে বোল্ডার ও মোরাম দিয়ে বাঁধা নেই। অতিবৃষ্টি তে প্রথমে রাস্তার দুপাশ জলকাদায় মাখামাখি হয়ে খানাখন্দের রূপ নেয়।তারপরে পীচ বা ঢালাই রাস্তার উপরিভাগ ভাঙতে শুরু করে। পীচের উপরে জমাজল নিষ্কাশনের অভাবে রাস্তা ( ব্ল্যাকটপ)র দফারফা অবস্থা হয়।তাছাড়া রাস্তার কাজে স্হানীয় স্তরে রাজনৈতিক হস্তক্ষেপ, কাটমানি ও ঠিকাদারের নিম্নমানের কাজে রাস্তার ঠিকে থাকা দুষ্কর হয়ে পড়ে। রাস্তার উভয় পাশে ও রাস্তার উপরে জমাজল নিষ্কাশনের জন্য পঞ্চায়েত বা প্রশাসনের কোন উদ্যোগ না থাকায় রাস্তা দ্রুত খানাখন্দের রূপ নেয়। প্রতিবছর পূজা- পার্বনের মত রাস্তা মেরামতীও সংশ্লিষ্ট দপ্তর, রাজনৈতিক কর্তা, পঞ্চায়েত ও ঠিকাদারের কাছে বাৎসরিক সারাই উৎসবে পরিনত হয়েছে। নতুন রাস্তা বা মেরামকৃত রাস্তা একদিকে জলনিষ্কাশনের অভাব অপরদিকে নিম্নমানের কাজের জন্য একবছর ও টিকে থাকাটাই দুষ্কর। কাটমানির প্রভাবে ঠিকাদার নিম্নমানের কাজ করেও পার পেয়ে যান।নতুন রাস্তা নির্মাণের ৫ বছরের মধ্যে ঠিকাদারের সারিয়ে দেওয়ার দায়বদ্ধতা রাজনৈতিক হস্তক্ষেপে লঙ্ঘনের ঘটনা অাকছার ঘটছে। প্রতি বছর রাস্তা মেরামতী নামে হাজার হাজার কোটি টাকা কার্যত হরিরলুট চলছে। রাজ্য সরকারের কোন দীর্ঘমেয়াদি পরিকল্পনা বা নজরদারির অভাবে সরকার কা মাল দরিয়া মে ঢাল অবস্থা। কাঁথি-৩ ব্লকের মারিশদা লোকাল বোর্ড – নীলপুর রাস্তা প্রতিবছর মেরামতী করা প্রশাসনের কাছে বাৎসরিক সারাই উৎসব ও অনুষ্ঠানের রূপ পেয়েছে। গত বছর সারাই বা নির্মাণের পর কাঁথি-১,দেশপ্রাণ,কাঁথি- ৩ ব্লক তথা কাঁথি ও এগরা মহকুমা জুড়ে অগণিত গ্রামীণ রাস্তার একবছরেই নাড়ীভুঁড়ি বেরিয়ে পড়েছে। সিপিঅাইএম নেতা তথা প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন জেলাশাসক কে ই-মেইল বার্তা পাঠিয়ে জলনিষ্কাশনের ব্যবস্হা গ্রহণের পাশাপাশি রাস্তাকে উঁচু করে উন্নতমানের কাজ সুনিশ্চিত করার দাবী জানিয়েছেন। অামফান দুর্যোগ ও নিম্নচাপের অতিবৃষ্টি তে গ্রামীণ যোগাযোগ ব্যবস্হা ও রাস্তাঘাটের দফারফা অবস্থা দ্রুত ফেরানো র অাবেদন জানান সিপিঅাইএম নেতা মামুদ হোসেন। সেই সাথে অগ্রাধিকারের ভিত্তি তে ক্ষতিগ্রস্থ রাস্তা মেরামতীরও দাবী জানান সিপিঅাইএম নেতা মামুদ হোসেন।

Related Articles

Back to top button