শীতলা মায়ের মন্দিরে রাতের অন্ধকারে চুরি
পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ ব্লকের রবিবার খাড়কল্যাণপুর গ্রামে শীতলা মায়ের মন্দিরে রাতের অন্ধকারে ভিতর থেকে তালা ভেঙে শীতলা মূর্তির গায়ের গয়না গাটি সমস্ত চুরি করে পালিয়ে যায় একদল চোর। পালানোর পথে টাকা পয়সা বের করে জঙ্গলের মধ্যে মন্দিরের প্রনামি বাক্স ফেলে দিয়ে পালায়। মন্দিরে প্রায় লক্ষাধিক টাকার গয়না গাটি ছিল বলে জানায় মন্দিরের সেক্রেটারি অনুপম দাস মহাপাত্র। ওই মায়ের মন্দিরে একজন দাসি 10 বছর ধরে কাজ করে আসছেন। ওই দাসি সোমবার সকালে মায়ের মন্দিরে প্রতিদিনের মতো কাজ করতে যায়, গিয়ে তাঁর চক্ষু চড়কগাছ, গিয়ে দেখে দরজার তালা ভাঙ্গা রয়েছে, মন্দিরের মধ্যে গিয়ে দেখে মায়ের মন্দিরের সমস্ত গয়না গাটি লুটপাট হয়ে গিয়েছে। তারপরে সেই দাসী গ্রামবাসীদের সমস্ত ঘটনা জানায়। এমন ঘটনার কথা শুনে গ্রামবাসীরা দ্রুত সেই স্থানে এসে দেখে ঘটনাটি সত্য । ততক্ষণাৎ মন্দির কর্তৃপক্ষ পটাশপুর থানায় লিখিত অভিযোগ অভিযোগ দায়ের করে।