রাজ্য
শমিক গাড়ির উপর চড়াও
পার্থ কুশারী :—– দলীয় কাজে ডায়মন্ডহারবার যাচ্ছিলেন প্রাক্তন এম এল এ তথা রাজ্যের বিজেপির নেতা শমীক ভট্টাচার্য। পথে ১১৭ নম্বর জাতীয় সড়কে তাঁর গাড়ি আটকান খান বেশ কিছু মানুষ। তারা শমিকবাবুর গাড়ির উপর চড়াও হয়। তাঁর গাড়ি ভাঙচুর করে তারা বলে অভিযোগ। মোবাইল ফোন ছিনতাই ও মারধর করে বলেও অভিযোগ। এই ঘটনায় তিনি ছাড়াও আরও ৪ জন গুরুতর আহত হয়েছেন। শমীক ভট্টাচার্য জানান, তিনি দলীয় কাজে ডায়মন্ডহারবার যাচ্ছিলেন। পথে ফলতা থানার অন্তর্গত সরিষায় স্রোতের মোড়ের কাছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁর ওপর লাঠি, বাঁশ,ডাবের খোলা ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় এবং তিনি কোনক্রমে সেখান থেকে নিজে এবং সঙ্গীদের নিয়ে প্রথমে বিষ্ণুপুর থানায় আশ্রয় নেন তারপর পৈলান ভারত সেবা শ্রম হসপিটালে চিকিংসা করাতে যান। যদিও তাঁর এই অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতৃত্ব।