জেলা

পূর্ব মেদিনীপুরের চন্ডীপুরে বিজেপির কৃষিবিলের সমর্থনে মিছিল।

প্রদীপ কুমার মাইতি

জেলায় জেলায় চলছে বিজেপির কৃষি সুরক্ষা পদযাত্রা,সেই সুবাদে মঙ্গলবার সন্ধ্যায় চন্ডিপুর বিধানসভাতে কৃষি বিল এর সমর্থনে কৃষক সুরক্ষা পদযাত্রা হয়। চন্ডিপুর বাজার থেকে এই পদযাত্রা শুরু হয়ে হাঁসচড়া বাজারে গিয়ে শেষ হয়। মিছিল শেষে ওখানে পথসভাও হয়। মিছিলে উপস্থিত ছিল চন্ডীপুর বিধানসভার রাজ্য নেতা মোহিত রায়, জেলা সভাপতি নবারুণ নায়েক জেলার সাধারণ সম্পাদক পুলক কান্তি গুড়িয়া সহ অন্যান্য নেতৃত্বরা। বহু কর্মী সমর্থকদের নিয়ে কেন্দ্রের কৃষিবিলকে সমর্থন জানিয়ে মিছিল করে বিজেপি। পাশাপাশি প্রয়াত বিজেপি নেতা কাঁথি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবাশীষ সামন্তর প্রতি শোকপালন এবং শ্রদ্ধা জ্ঞাপনও করা হয়।

Related Articles

Back to top button