জেলা
কেন্দ্রের বিজেপি সরকারের কৃষি বিল বাতিলের দাবিতে অবরোধ রাজ্য সড়ক
আজ মিছিল গেলিয়া পেট্রোল পাম্প থেকে চাতরা মোড়ে বাস স্টপেজ অবধি হাথরাস কাণ্ডের নিন্দা ও কেন্দ্রের বিজেপি সরকারের কৃষি বিল বাতিলের দাবিতে।
এই মিছিল শুরু হয় বেলা ১০ টা নাগাদ। মিছিলের নেতৃত্ব দেন মন্ত্রী শ্যামল সাতরা।এছাড়া উপস্থিত ছিলেন ইয়ামীন শেখ,দিলীপ কুমার খা, কৌশিক বটব্যাল সহ একাধিক নেতা ও কর্মী সমর্থক।এই মিছিল প্রায় তিন কিমি রাস্তা হাটে। মিছিল পাঁচ হাজার যুবক যুবতী অংশ নেন বলে তৃণূলের নেতৃত্ব দাবী করেন। মিছিল ছিল ফ্ল্যাগ,ফেস্টুন এ সুসজ্জিত। কিছুক্ষণ ২ নঃ রাজ্য সড়ক অবরুধ হয়।