জেলা

ঢোলাহাট থানার রথ তলায় গৃহস্থের বাড়িতে ধরা পরলো 25 টি বাচ্চা সহ দুটি বড় কেউটে।

পার্থ কুশারী :-   দক্ষিণ 24 পরগনা জেলার পাথরপ্রতিমা ব্লকের ঢোলাহাট থানার রথ তলা এলাকায় প্রভাকর মন্ডল এর বাড়ির পরিতক্ত ড্রাম থেকে প্রচুর পরিমাণে কেউটে সাপের বাচ্চা এবং দুটি বড় কেউটে সাপ পাওয়া যায়।

উল্লেখ্য গতকাল প্রভাকর মন্ডল এর ছেলে দীপঙ্কর মন্ডল যখন উঠানে ঘাস পরিস্কার করছিল হঠাৎ সাপের ফোঁসফোঁস শব্দ শুনতে পায়। দৌড়ে গিয়ে দেখতে পায় দুটি কেউটে সাপ। বুদ্ধি করে সাপ দুটোকে কলসির মধ্যে ঢুকিয়ে দেয়। এবং মুখে জাল বেঁধে দেয়। কিছুক্ষণ কাটার পর আবার সাপের কিচমিচ শব্দ শুনতে পায় হঠাৎ বাগানে পড়ে থাকার ড্রামের কাছে গিয়ে দেখে তার মধ্যে 25 সাপের বাচ্চা খবর রটে যাওয়ায় এলাকায় তোলপাড় শুরু হয়ে যায়। কেউ কেউ বলেন সাপগুলোকে মেরে দিতে হবে। কিন্তু কারুর কথা আমার শুনে প্রভাকর মন্ডল এবং তার ছেলেরা সেই সাপগুলোকে না মেরে বনদপ্তর কে খবর দেয়। আজ বনদপ্তরের হাতে দুটি সাপ এবং বাচ্চাগুলি নিয়ে যায়। বনদপ্তর থেকে জানা গিয়েছে লোকালয়ের বাইরে কোন জঙ্গলে ছেড়ে দেওয়া হবে সাপ গুলোকে। তবে বনদপ্তর এ লোকজন যাওয়ার সময় বাড়ির লোক গুলোকে ধন্যবাদ জানান।

Related Articles

Back to top button