কাঁথিঃ উত্তরপ্রদেশের হাথরসের ঘটনার প্রতিবাদে শনিবার বিকেলে মিছিল করলো রাজ্যের শাসকদল।
পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি-৩ নং ব্লকের তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মারিশদা থেকে নাচিন্দা বাজার পর্যন্ত ব্লকের অসংখ্য তৃণমূল কর্মী-সমর্থকেরা মিছিলে পা মেলান। মিছিলে নেতৃত্ব দেন কাঁথি-৩ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি বিকাশ চন্দ্র বেজ, কাঁথি-৩ ব্লক তৃণমূল সভাপতি নন্দদুলাল মাইতি, দলের মহিলা তৃণমূল সভানেত্রী মিতা রানী সাউ, দলের ব্লক যুব তৃণমূল সভাপতি গৌরিশঙ্কর মিশ্র ও যুব নেতা দিলীপ ভূঞা প্রমুখ। উত্তরপ্রদেশের হাথরাসের ঘটনা সারা দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। শুধু উত্তরপ্রদেশের মধ্যে বন্দী না থেকে বাংলার মধ্যে আছড়ে পড়ে হাথরাস কান্ডের রেশ। যা এখনও বাংলার বুকে প্রতিবাদ ও ধিক্কার মিছিলের মধ্য দিয়ে উত্তরপ্রদেশ সরকারের বিরুদ্ধে আঙ্গুল তুলছে পশ্চিমবঙ্গ শাসকদল। উত্তরপ্রদেশে দলিত কন্যা মনীষা বাল্মীকির ওপর নির্মম অত্যাচার সহ উত্তরপ্রদেশ সরকারের আচরণ সারা বিশ্বের টনক নড়িয়ে দিয়েছে, সে কারনেই উত্তরপ্রদেশ সহ বাংলার বুকে প্রতিবাদের ঝড় তুমুল আকার ধারণ করে। মর্মান্তিক ওই ঘটনার পর থেকেই বাংলার বুকে বিক্ষোভে ফেটে পড়ে শাসকদল। সে কারনে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের পদত্যাগ দাবি করে শনিবার কাঁথির বুকে মিছিল করল তৃণমূল।