করনার জেরে বন্ধ কাঁথির রাজবাড়ীর দূর্গা পূজার আখের মেলা ॥ বন্ধ পুষ্পাঞ্জলী থেকে ভোগের বাদামসন্দেশ বিতরণ
আজ থেকে প্রায় 350 বছর আগে মায়ের স্বপ্নাদেশে রাজা যাদবচন্দ্র রাম রায়ের হাত ধরে প্রবর্তন হয়েছিল এই দুর্গা পুজোর । মায়ের নির্দেশেই এই পুজোর ঘট বসে পশ্চিম দিকে মুখ করে । তাছাড়াও এই পুজোর হোমের আগুন জালানো হয় আতস কাচের সাহায্যে ।
দীর্ঘদিন ধরে এই পুজো উপলক্ষে রাজবাড়ীর চত্বরে বসে মেলা । এলাকাবাসীরা দলে দলে এখানে আসেন পুষ্পাঞ্জলী দিতে । তারপরে মায়ের বাদাম সন্দেশ ভোগ নিয়ে মেলা থেকে আখের বান্ডিল কিনে বাড়ি ফেরা । রাজবাড়ির পূজো বা গড়ের পুজো দেখে ফেরার প্রতীক হিসেবে হাতে থাকতো এই আখের বান্ডিল ।
কিন্তু এবছর করণা আবহে সব কেমন যেন উলটপালট । রাজবাড়ী তরফে বিজ্ঞপ্তি দিয়ে আপামর জনসাধারণকে জানানো হয়েছে এবছর বন্ধ থাকছে মেলা ।সেইসঙ্গে বন্ধ করা হয়েছে ভোগ বিতরণ ও পুষ্পাঞ্জলী দেওয়া ।
রাজ পরিবারের সদস্যদের কথায় এলাকার আপামর জনসাধারণ সারা বছর অপেক্ষা করে এই পুজোর জন্য । কিন্তু এবছর কিছু করার নেই করনার জন্য সবার কথা ভেবে বন্ধ রাখা হয়েছে মেলা পুষ্পাঞ্জলি ও মায়ের বাদামসন্দেশের ভোগ বিতরণ। পরের বছর যদি সব ঠিক থাকে তাহলে পুনরায় ছন্দে ফিরবে এই রাজপরিবারের পুজো ।
আর এই ঘোষণাতেই বেজায় মন খারাপ কাঁথি বাসির ।এলাকার বাসিন্দাদের কথায় গড়ে গিয়ে পুষ্পাঞ্জলি দেওয়া, মেলায় ঘোরা তারপর বাদাম সন্দেশ এর ভোগ ও আখের বান্ডিল নিয়ে বাড়ি ফেরা । আর এটিই ছিল পুজোর পূর্ণতা । এসব বন্ধ এবছর । তাই মনটা কেমন ভার ভার ।