রাজ্য

কেন্দ্রীয় সরকারের অপরিকল্পিত অদূরদর্শি ফলে আত্মহত্যা যুবক

প্রদীপ কুমার মাইতি:কেন্দ্রীয় সরকারের অপরিকল্পিত অদূরদর্শি লকডাউনের ফলে সারাদেশে চরম দুর্দশা চলছে। শ্রমিক কৃষক মজুর সহ সাধারণ মানুষের জীবন যাপন আজ বিপর্যস্ত। কাজকর্ম হীন বেকার যুবক থেকে সর্বস্তরের মানুষ আজকে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে। এরকম একটি অবস্থার মধ্যে থেকে থেকে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েও কাজকর্ম না পেয়ে মানসিক ভারসাম্য হারিয়ে মাত্র ৩৩বছর বয়সে গতকাল রাত্রে বিষ খেয়ে আত্মহত্যা করতে হলো খেজুরি থানার খেজুরি অঞ্চলের খেজুরি গ্রামের হতভাগ্য শোভন গিরি কে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েও উড়িষ্যায় একটি বেসরকারি কোম্পানিতে কাজ করছিল কিন্তু বর্তমান পরিস্থিতিতে কাজকর্ম হারিয়ে দিনের পর দিন বাড়িতে বসে থাকার ফলে কোনো সুযোগ-সুবিধা না পেয়ে নিজেকে আত্মহত্যার পথ বেছে নিল যা খুব দুর্ভাগ্যের এবং নিন্দনীয় বিষয়। কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের অপদার্থতার ফলে এইভাবে তরুণ তরতাজা যুবককে জীবনদিতে হল। এই ঘটনায় খেজুরিতে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে। এই ঘটনায় খেজুরির মানুষ মর্মাহত পার্টি নেতা হিমাংশু দাস তীব্র ধিক্কার ও নিন্দা প্রকাশ করেছেন।বর্তমান পরিস্থিতিতে কেন্দ্রীয় ও রাজ্য সরকার এই ঘটনার জন্য দায়ী। এর প্রতিবাদে সবাইকে শামিল হতে হবে।তবে আত্মহত্যা করে এই সমস্যার সমাধান হবে না লড়াই আন্দোলনের মধ্য দিয়ে মানুষকে বাঁচাতে হবে।ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন খেজুরির আঞ্চলিক কমিটির সম্পাদক অশনি পাত্র সভাপতি শেখ মহরম এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এবং আগামী দিনে খেজুরির যুবসমাজকে শিক্ষিত বেকার সমাজকে এর প্রতিবাদে এগিয়ে আসতে হবে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Related Articles

Back to top button