জেলা

গ্রামীণ সম্পদ কর্মীদের নতুন ঘর দিল গ্রাম পঞ্চায়েত

পূর্ব মেদিনীপুর ঃ এগরাঃ গ্রামীণ সম্পদ কর্মীদের নতুন ঘর দিল গ্রাম পঞ্চায়েত। এগরা-২ ব্লকের সর্বোদয় গ্রাম পঞ্চায়েত ব্লকের গ্রামীণ সম্পদ কর্মীদের (ভিআরপি) অফিস ঘর দিল। এগরা-২ পঞ্চায়েত সমিতির সভাপতি দীনেশ কুমার প্রধান জানিয়েছেন, দীর্ঘদিনের দাবি মেনেই সর্বোদয় গ্রাম পঞ্চায়েত গ্রামীণ সম্পদ কর্মীদের স্থায়ী অফিস ঘর দেওয়া হয়েছে। তবে ব্লকের গ্রামীণ সম্পদ কর্মীদের (ভিআরপি) সম্পাদক প্রদীপ কুমার দাস বলেন, “গ্রাম পঞ্চায়েত অফিসের মধ্যেই পঞ্চায়েত আমাদের অফিস ঘর দিয়েছে। আমাদের বিভিন্ন কাজেরও সুবিধা হবে।” অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সর্বোদয় গ্রাম পঞ্চায়েত প্রধান অন্নপূর্ণা মাইতি, উপ-প্রধান পূর্ণেন্দু শেখর দাস, ব্লকের জয়েন্ট বিডিও গোপাল চন্দ্র শীট, ব্লকের ভিআরপি সভাপতি কণককান্তি ভট্টাচার্য ও সম্পাদক প্রদীপ কুমার দাস প্রমুখ।

Related Articles

Back to top button