পূর্ব মেদিনীপুরে বিজেপির গণ ডেপুটেশন।
সোমবার বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার খেজুরী বিধানসভার অন্তর্গত খেজুরী-২ ব্লকে শাসকদলের বিরুদ্ধে আমফানের দুর্নীতি, তালিকা প্রকাশ সহ ৭দফা দাবিতে বিক্ষোভ ও ডেপুটেশন জমা দেওয়া হয়।ডেপুটেশনে উপস্থিত ছিলেন কাঁথি সংগঠনিক জেলা সভাপতি অনুপ চক্রবর্তী, জেলার সাধারন সম্পাদক অসীম মিশ্র, তাপস দোলুই, সহ সভাপতি বুলু রানী করন ও দিলীপ মাইতি, সম্পাদক পবিত্র দাস,জেলা যুব নেতা শান্তনু প্রামানিক সহ অগণিত কর্মী সমর্থক বৃন্দরা। খেজুরির বিদ্যাপীঠ মোড় ও শ্যামপুর মোড়ে জমায়েত করে মিছিল আকারে গিয়ে ডেপুটেশন জমা দেয় ভারতীয় জনতা পার্টি। আম্ফান ঘুর্ণীঝড়ে প্রকৃত প্রাপকদের ক্ষতিপূরণ দেওয়া, প্রধানমন্ত্রী আবাস যোজনা গরীব মানুষদের দ্রুত ব্যবস্থা করে দেওয়া সহ একাধিক দাবিতে বিক্ষোভ দেখিয়ে খেজুরি ২ নং ব্লকে ডেপুটেশন দেয় কাঁথি সাংগঠনিক বিজেপির নেতৃত্ব সহ খেজুরির বিজেপির প্রতিনিধিরা।