জেলা

ঘট উত্বোলনে সামিল হলেন বর্ধমান শহর এবং অনান‍্য জায়গার মানুষজন

চিরাচরিত প্রথা ও ঐতিহ্য মেনে শহর পূর্ব বর্ধমানে শুরু হলো শারদউৎসব।নিয়ম মেনেই প্রতিপদের দিন ঘট উদ্ধোধন হলো শহরে অধিষ্ঠাত্রী দেবি সর্বমঙ্গলার মন্দিরে ।কিন্তু অনান‍্য বার যেভাবে পরিস্থিতি থাকে এবারে সম্পূর্ণ ভিন্ন আবহ তবুও শনিবার বিভিন্ন জায়গা থেকে ভক্তরা এসছেন মুখে মাক্স পরে।যতটা পারা যায় শারীরিক দূরত্ব বজায় রেখে ঘট উত্বোলনে সামিল হলেন বর্ধমান শহর এবং অনান‍্য জায়গার মানুষজন

বর্ধমানে পুজোর ঢাকে কাঠি পরলো রাজ আমল থেকে চলে আসা প্রথা অনুসারে কৃষ্ণ সায়ার থেকে এদিন ঘট উত্বোলন করা হলো।প্রতিবারের মতো এবারেও প্রশাসনিক নিয়ম মেনেই বর্ডমানের অধিষ্ঠাত্রী দেবি সর্বমঙ্গলা মন্দিরের ঘট স্থাপন করা হলো ।পূর্ব বর্ধমান থেকে তপু কোনারের রিপোর্ট ।

Related Articles

Back to top button