জেলা
গান্ধী বুড়ির একশত পঞ্চাশ তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলিতে , বিধায়ক অসিত বরণ মিত্র,,
গান্ধী বুড়ির একশত পঞ্চাশ তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলিতে , বিধায়ক অসিত বরণ মিত্র,,150 তম শুভ জন্মবার্ষে বিধানসভার শ্রদ্ধার্ঘ্য অর্পণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন , আমতার বিধায়ক অসিত বরণ মিত্র তিনি বলেন আমি বিধানসভায় লিখিত ও বক্তব্য রাখি যাতে গান্ধী বুড়ির প্রতিকৃতি রাখা হয় ও নিয়ম অনুযায়ী তাকে শ্রদ্ধা, সম্মান জানানো হয়, বিধানসভায় বিভিন্ন ধরনের দীকপাল দের যেভাবে শ্রদ্ধা নিবেদন করা হয়ে থাকে।
মিত্রের প্রচেষ্টায় ভারতের অমর বীর জোদ্ধা গান্ধী বুড়ি নারী আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব সম্পন্ন দেশরক্ষা ও জনদরদী স্বাধীনতা সংগ্রামী মাতঙ্গিনী হাজরা,,, আরো উল্লেখ্য যে এদিন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দল নেতা হুগলির চাঁপদানির বিধায়ক জনাব আব্দুল মান্নান ও শ্রদ্ধা নিবেদন করেন বলে বিধানসভা সূত্রে জানা যায়।