রাস্তা বেহাল দশা
সারা রাজ্য তথা পূর্ব মেদিনীপুর জেলায় পথশ্রী অভিযান নিয়ে রাজ্য সরকার ও ত্রিস্তর পঞ্চায়েত ঢাকঢোল পেটানোর বিরাম নেই। অথচ দেশপ্রাণ ব্লকের বকুয়াবাঁধ থেকে মৈশামুণ্ডা পর্যন্ত অারঅাইডিএফ প্রকল্পে নির্মিত পীচ রাস্তার বেহাল অবস্থা। খানাখন্দভরা গুরুত্বপূর্ণ রাস্তাটি চলাচলের অনুপযুক্ত হয়ে পড়েছে।
অামফান দুর্যোগ ও উপর্যুপরি নিম্নচাপের অতিবৃষ্টি তে জলনিষ্কাশন ও রক্ষণাবেক্ষনের অভাবে অনেক জায়গায় রাস্তা জলাশয়ের রূপ ধারন করেছে। দেশপ্রাণ অাইটিঅাই কলেজ,কাঁথি পলিটেকনিক কলেজ,দারুয়া হাসপাতাল, অাদাবেড়িয়া বাজার ও লাগাহাট যাওয়া সহ গুরুত্বপূর্ণ যোগাযোগ রাস্তার বেহাল অবস্থায় সকলের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।
সর্বোপরি সটিকেশ্বর, মৈশামুণ্ডা, বালুবাড়,বাহ্মনশাসন,গোপীনাথপুর, গোবিন্দবেরাবাড়,বসন্তিয়া,চালতি প্রভৃতি মৌজার নার্সারি( চারাগাছ) ও সব্জী পরিবহনের জন্য এটি গুরুত্বপূর্ণ রাস্তা।শারদীয়া র মরশুমে ১০০ দিনের কাজের মাধ্যমে রাস্তায় রাস্তায় অাগাছা পরিষ্কারের ধূম চলছে।
অথচ পথশ্রী অভিযান বা নারেগার মাধ্যমে বকুয়াবাঁধ-মৈশামুণ্ডা রাস্তার মেরামতী নিয়ে প্রশাসন বা পঞ্চায়েতের কোন হেলদোল নেই। সিপিঅাইএম নেতা তথা প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন জেলাশাসক, মহকুমাশাসক ও বিডিও কে ই-মেইল বার্তা পাঠিয়ে অবিলম্বে রাস্তা মেরামতী র দাবী জানিয়েছেন। স্হানীয় অধিবাসী মামুদ হোসেন বলেন রাজ্য সরকার খেলা,মেলা,মোচ্ছব, অনুদান ও ভাতা প্রদান নিয়ে ব্যস্ত।
রাস্তাঘাট, স্বাস্থ্য পরিকাঠামো সংষ্কার ও রক্ষণাবেক্ষণের কোন পরিকল্পনাই নেই। কৃষি, কৃষক, নার্সারি ব্যবসায়ী,পরিযায়ী শ্রমিকদের পাশাপাশি বেকারদের কর্মসংস্থান নিয়ে কোন মাথাব্যথাই নেই।শুধু ঋণ করে দানখয়রাত ও ভোট ব্যাঙ্কের রাজনীতি করতে রাজ্য সরকার ব্যস্ত বলে অভিমত প্রকাশ করেন সিপিঅাইএম নেতা মামুদ হোসেন।