বাজেটে একাধিক কাটছাঁট তমলুকের ঐক্যতান সংঘের।
প্রদীপ কুমার মাইতি
এসেছে শরৎ হিমের পরশ এর মূর্ছনায় আকাশ বাতাস যখন মুখরিত হয় ঠিক তখনই বাঙালির মন আনন্দে মেতে ওঠে শারদ আরধনা পিতৃপক্ষের অবসানের পর দেবীপক্ষের আগমনীর মধ্য দিয়ে শুরু হয় শারদোৎসব। দীর্ঘ সাত মাস বিশ্ব জুড়ে করোনা প্রকাপের মধ্যে বাঙালিরা মেতে উঠেছে শারদোৎসবে।
পূজোয় একধিক রদবদল হলে থেমে নেই ঐক্যতান সংঘের পূজো। তাদের এবছরের থিম মৌ-রাজ্য । হাইকোর্টের রায়কে মেনেই পূর্ব মেদিনীপুর জেলার মধ্যে দ্বিতীয় বছরে পদার্পণ করা তমলুকের ঐক্যতান সংঘ পূজো মণ্ডপ ব্যারিকেট করে, কনটেইনমেন্ট জোন তৈরি করে পূজোর আয়োজন করবে।
গতবছর কলকাতা-মুম্বাই চলচ্চিত্র শিল্পীদের আনাগোনা থাকলেও। এবছর সরকারি অনুমতি এবং হাইকোর্টের অনুমতি না থাকায় বাজেটে একাধিক কাটছাঁট করেছে পূজো উদ্যোগক্তরা। পূজোর উদ্বোধন করবেন রাজ্যের পরিবহন সেচ ও জলসম্পদ উন্নয়ন মন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী। মন্ত্রী মহোদয় এলাকার দুঃস্থ মানুষজনের হাতে বস্ত্র তুলে দেবেন।