জেলা
উত্তর হাবড়া সেবা সংঘের ৪৮ তম বর্ষের দুর্গোৎসব
আশিস কুমার ঘোষ ঃ হাবড়া এলাকায় যে কটি নামী শারদীয়া দুর্গোৎসবের আয়োজন হয় তার মধ্যে অন্যতম উত্তর হাবড়া সেবা সংঘের দুর্গোৎসব।
পঞ্চমীর সন্ধ্যায় এই পুজা মন্ডপের দ্বারোদঘাটন করেন বিশিষ্ট সেবিকা পাপিয়া কোনার।
এদিন এই পুজা মন্ডপ থেকে এলাকার ২০০ দূঃস্থ ব্যক্তিকে নতুন বস্ত্র বিতরণ ও ১৫ জন মেধাবী ছাত্র ছাত্রীকে আর্থিক অনুদান প্রদান করা হয়।