গ্রামের পাতায়

গ্রামের রাস্তা জলকাদায় মাখামাখি হয়ে চলাচলের অনুপযুক্ত

খেজুরী-১ ব্লকের বীরবন্দর অঞ্চলের পশ্চিম পাটনা রুটিখালী গ্রামের রাস্তা জলকাদায় মাখামাখি হয়ে চলাচলের অনুপযুক্ত হয়ে পড়েছে।

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের উন্নয়নের জোয়ারে ভেসে গিয়েছে এই গ্রামীণ রাস্তা। রাজ্য সরকার ঢাকঢোল পিটিয়ে পথশ্রী অভিযানে রাস্তা মেরামতী ও নির্মাণের প্রচারে ব্যস্ত।প্রত্যন্ত গ্রামীণ ও পিছিয়ে পড়া এলাকায় এইরকম কত রাস্তা বেহাল তার খবর রাখার গরজই নেই পঞ্চায়েত বা প্রশাসনের। সাধারণ মানুষের দুর্ভোগের শেষ নেই অথচ সব পেয়েছির অাসরের মত প্রশাসনের কোন হেলদোল নেই।

সিপিঅাইএম নেতা তথা প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন জেলাশাসক কে ই-মেইল বার্তা পাঠিয়ে অবিলম্বে পশ্চিম পাটনা রুটিবাড়ের কর্দমাক্ত মেঠোপথের মেরামতি ও কংক্রিট করণের দাবী জানিয়েছেন। সিপিঅাইএম নেতা মামুদ হোসেন বলেন রাজ্য সরকার উন্নয়নের ঢক্কানিনাদ অাসলে ফাঁপা ও অসত্যতায় ভরা।এখনো বাংলায় অগণিত রাস্তা বেহাল ও চলাচলের অনুপযুক্ত। রাজ্য সরকারের পরিকাঠামো নির্মাণ ও মেরামতী র কোন পরিকল্পনাই নেই।

যখন যা মাথায় অাসে তারই ভিত্তিতে অনুপ্রেরণা বলে খেলা,মেলা,মোচ্ছব, ক্লাব অনুদান, দানখয়রাত অহরহ চলছে। শিল্পায়ন স্তব্ধ, কৃষি বিপন্ন ও কর্মসংস্থান অবরুদ্ধ দেশ ও রাজ্য জুড়ে। কৃষি ও কৃষক, গ্রাম বাংলা বিধস্ত। সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ সংগ্রামের মধ্য দিয়ে এই নৈরাজ্যের অবসানের ডাক দেন সিপিঅাইএম নেতা মামুদ হোসেন।

Related Articles

Back to top button