শারদীয়ার ষষ্ঠীতে পাঁশকুড়ার যুব শক্তি সংঘের মানবিক মুখ
পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া ব্লকের যুব শক্তি সংঘ পশ্চিম পাঁশকুড়ার পক্ষ থেকে পাঁশকুড়া ব্লকের বিডিও ধেনধূপ ভূটিয়া, পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসক , ও পুরপ্রশাসক নন্দ মিশ্রের হাতে মাক্স, স্যানিটাইজার,ও প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় হোম আইসোলেশন এ থাকা ব্যক্তিদের জন্য।
একদিকে করোনা পরিস্থিতি অন্যদিকে দুর্গাপুজা। বর্তমান হাসপাতালে চিকিৎসাধীন করোনা আক্রান্তদের দুর্গা পূজার আনন্দ কেড়ে নিয়েছে কোভিড ১৯ । তা একপ্রকার চোখের সামনে এমন করুন দৃশ্য দেখে যুবশক্তির সদস্যরা আর বসে না থেকে তাঁরা এমন প্রয়াসে উদ্যোগী হয়ে ওঠে। তাই তাঁরা ২১০ জন রোগীর হাতে খাদ্য সামগ্রী তুলে দিলেন।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডিও ধেনদুপ ভুটিয়া, পুরো প্রশাসক নন্দকুমার মিশ্র ,ভাইস প্রেসিডেন্ট শহিদুল ইসলাম খান, সভাপতি মনোরঞ্জন মালিক পাঁশকুড়া তৃণমূল কংগ্রেসের সভাপতি ও যুব শক্তির ডিসটিক কো-অর্ডিনেটর সুজিত কুমার রায় সহ একাধিক ব্যক্তিবর্গরা।পূজোর দিনে খাদ্য সামগ্রী হাতে পেয়ে একপ্রকার খুশি রোগীর আত্মীয় পরিজনেরা।