গ্রামের পাতায়

হাসপাতালের বহির্বিভাগ ১০দিন ধরে বন্ধ, সমস্যায় আগত রুগিরা

 

পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি মহকুমা হাসপাতালের specialist opd ১০ দিন ধরে বন্ধের বিজ্ঞপ্তি ঝুলালো হাসপাতাল কর্তৃপক্ষ । আর সেই নোটিশেই স্পষ্ট লেখা রয়েছে কাঁথি মহকুমা হাসপাতালে বহির্বিভাগের স্পেশালিস্ট ডক্টরদের অধিকাংশই কোরোনায় আক্রান্ত হয়েছেন । যার ফলে বাধ্য হয়েই কর্তৃপক্ষ আপাতত বন্ধ রাখছেন এই বহির্বিভাগ ।

আজ থেকে আগামী ৩১/ ১০ পর্যন্ত বন্ধ থাকবে এই বহির্বিভাগ । চিকিত্সা করাতে আসা এক মহিলা হিনা বিবি বলেন, আমি খুব অসুস্থ, আমি ডাক্তার ডি কে মিশ্রকে দেখাই । কিন্তু ডাক্তার মিশ্র হাসপাতালে রোগী দেখছেন। অথচ বলা হচ্ছে, ডাক্তার মিশ্রকে কোরোনা হয়েছে।

হাসপাতালের বহির্বিভাগে তালা লাগানো রয়েছে। খুব সমস্যায় পড়তে হচ্ছে। আরেক জন চিকিত্সা করাতে আসা গুরুচরণ দাস বলেন, আমি আমার বাবার রিপোর্ট দেখতে এসেছিলাম। এসে দেখছি হাসপাতালের বহির্বিভাগে তালা লাগানো রয়েছে।

জেলা স্বাস্থ্য অধিকর্তা সুব্রত রায় বলেন বহির্বিভাগের স্পেশালিটি দপ্তর বন্ধ রাখা হয়েছে। কিন্তু জেনারেল খোলা রয়েছে । সে ক্ষেত্রে যারা হাসপাতালে আসছেন তারা জেনারেলে কথা বলে দেখতে পারেন ।

Related Articles

Back to top button