তিন লক্ষ টাকা সহ স্ত্রীকে ধর্ষণের হুমকি চিঠি তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীকে।
তিন লক্ষ টাকার পাশাপাশি স্ত্রীকে ধর্ষণের হুমকি চিঠি, তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সিদ্ধার্থ শংকর নস্কর এবং বিজেপি নদীয়া জেলা উত্তরের সহ-সভাপতি গৌতম পালকে। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল চৈতন্যভূমি নবদ্বীপ শহর ও মন্দিরণগরী মায়াপুরে। দুটি ঘটনায় আলাদা আলাদা ভাবে লিখিত ভাবে নবদ্বীপ থানায় অভিযোগ দায়ের করেছেন, সিদ্ধার্থ শংকর নস্কর এবং জেলা বিজেপি সহ-সভাপতি গৌতম পাল। অভিযোগের ভিত্তিতে আলাদা আলাদা ভাবে তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ। জেলা বিজেপি সূত্রে জানতে পারা যায়, প্রথম ঘটনাটি ঘটে নবদ্বীপ পৌরসভার ২৪ নং ওয়ার্ডের কোলেরডাঙ্গার বাসিন্দা তথা শিল্পী সংসদের সর্ব-ভারতীয় সভাপতি এবং তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সিদ্ধার্থ শংকর নস্করের বাড়িতে গত ২৪ সেপ্টেম্বর ডাকযোগে একটি রেজিস্ট্রি চিঠি আসে। তাতে জনৈক সুনীল মন্ডল নামক এক ব্যক্তি অকথ্য ভাষায় গালিগালাজ সহ তিন লক্ষ টাকার দাবি করেন। পাশাপাশি ওই টাকা না পেলে সিদ্ধার্থ বাবুর স্ত্রীকে ধর্ষণ ও একমাত্র ছেলেকে অপহরণেরও হুমকি দেয় বলে অভিযোগ করেন সিদ্ধার্থ শংকর নস্কর। তার আরও অভিযোগ, শুধুমাত্র এই চিঠিই নয়, দীর্ঘ এক বছর ধরে প্রাণনাশ সহ টাকা চেয়ে এমন বহু হুমকি চিঠি আসছে তার বাড়িতে। ঘটনায় নবদ্বীপ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে তদন্ত করতে তার বাড়িতেও আসে নবদ্বীপ থানার পুলিশ। তাতেও তার আতঙ্ক যাচ্ছেনা বলে জানান তিনি। বাড়িতে কেন্দ্রীয় নিরাপত্তা কর্মী থাকা সত্ত্বেও পরিবার নিয়ে একপ্রকার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান, তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা শিল্পী সংসদের সর্বভারতীয় সভাপতি সিদ্ধার্থ শংকর নস্কর। সিদ্ধার্থ বাবুর অভিযোগ, যেখানে আমার মতো ব্যক্তির নিরাপত্তা নেই, সেখানে সাধারণ মানুষের কি হাল তা সহজেই অনুমেয়। অন্যদিকে এই ঘটনার ঠিক একদিন যেতে না যেতেই বিজেপি নদীয়া জেলা উত্তরের সহ-সভাপতি গৌতম পালও একই ধরণের হুমকি চিঠি পেয়েছেন। গৌতম বাবুকেও তিন লক্ষ টাকার দাবি সহ স্ত্রীকে ধর্ষণের পর পুড়িয়ে মারার হুমকি দেওয়া হয়েছে। পাশাপাশি উপরি পাওনা হিসাবে রয়েছে অকথ্যভাষায় গালিগালাজ। গৌতম বাবুও নবদ্বীপ থানার পাশাপাশি জেলা পুলিশ সুপারের কাছেও অভিযোগ জানিয়েছেন। ঘটনার পেছনে তৃণমূলের হাত দেখতে পাচ্ছেন সিদ্ধার্থ নস্করের পাশাপাশি গৌতম বাবুও । যদিও এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক এই বলে জানায়, নবদ্বীপ শহর তৃণমূল কংগ্রেস।