জেলা

এগরা ফ্রেন্ডস ইউনাইটেড ক্লাবের উদ্যোগে কৃতী ও অভাবী-মেধাবী ছাত্রছাত্রীদের শিক্ষা সামগ্রী বিতরণ

পূর্ব মেদিনীপুর ঃ এগরাঃ মহাষ্টমীতে সামাজিক কর্মসূচির আয়োজন।

শনিবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা ফ্রেন্ডস ইউনাইটেড ক্লাবের উদ্যোগে কৃতী ও অভাবী-মেধাবী ছাত্রছাত্রীদের শিক্ষা সামগ্রী বিতরণ ও সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ দিন এলাকার কয়েকশো ছাত্রছাত্রীদের শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়েছে।

আয়োজক সংস্থার সম্পাদক তথা প্রধান উদ্যোক্তা জয়ন্ত সাহু বলেন, “কোভিড পরিস্থিতিতে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনেই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

তবে এলাকার মানুষ-সহ ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

Related Articles

Back to top button