জেলা

পাঁচারুলে কানাইলাল মাইতির সপ্তম স্মরণ সভা

পাঁচারুলে ,কানাইলাল মাইতির সপ্তম স্মরণ সভা ,,,, হাওড়া জেলার উদয়ণারায়নপুর থানা,ব্লক ও বিধানসভার অন্তর্গত পাঁচারুল গ্রাম পঞ্চায়েতের বহুল প্রতিভাধর কানাইলাল মাইতি প্রয়াত হন ছাব্বিশ অক্টোবর দুই হাজার চোদ্দ, জন্ম ছয় আগষ্ট উন্নিশো একচল্লিশ সালে তিনি বামফ্রন্ট সরকারের আমলে ছয় বার প্রধান ও এক বার উপ প্রধান ছিলেন।

উপ প্রধান থাকাকালীন প্রয়াত হন। এক বার ভারতের রাষ্ট্রপতির কাছ থেকে পুরস্কার প্রাপ্ত হন প্রধান থাকাকালীন ।এদিন পাঁচারুলে কানাইলাল মাইতির সপ্তম স্মরণ সভায় বক্তব্য রাখেন,,,,,,,

কংগ্রেসের হাওড়া জেলার সভাপতি পলাশ ভাণ্ডারি,দেব প্রাসাদ রায় মিঠুদা, শুভঙ্কর সরকার,আমতার বিধায়ক অসিত বরণ মিত্র, উদয়ণারায়নপুরের সভাপতি তাপস সিংহ রায়, পাঁচারুল অঞ্চল কংগ্রেসের সভাপতি দুলাল কাঁড়ার ও বামফ্রন্ট নেতৃত্ব।

এলাকার প্রায় দুই শতাধিক মানুষদের বস্ত্র বিতরন করা হয়।প্রয়াত নেতার স্মৃতিচারণ করেন উপস্থিত বক্তাগণ।

Related Articles

Back to top button