নদীয়ার শান্তিপুর শহরে প্রতিমা নিরঞ্জনের পথেই বৈদ্যুতিক তার থেকে আগুন প্রতিমায়
গতকাল সন্ধ্যা সাতটা নাগাদ নদীয়ার শান্তিপুরের সূত্রাগড়ে দূর্গা পূজার শোভাযাত্রা চলাকালীন একটি বারোয়ারীর দূর্গা প্রতিমার গায়ে হঠাৎই আগুন ধরে যায় ৷
স্থানীয় মানুষ জানিয়েছেন শান্তিপুরের সূত্রাগড়ের স্পোর্টিং ক্লাবের দূর্গা প্রতিমা প্রত্যেক বছর দশমীতেই বিসর্জন হয় ৷
কিন্তু সরকারী বিধি নিষেধে এবার একাদশীতে অর্থাৎ আজ সন্ধ্যায় শোভাযাত্রা বার হওয়ার পর কদবেলতলা এলাকায় বাঁক ঘুরতে গিয়ে ইলেকট্রিকের তারে আটকে গেলে তৎক্ষণাৎ ইলেকট্রিকের তার থেকে দেবীর গায়ে আগুন লেগে যায় ৷ ফলে শোভাযাত্রার পিছনে আটকে থাকা টোটো, অটো, লড়ি এবং সাধারন মানুষ ছোটাছুটি শুরু করেন ৷
মুহূর্তের মধ্যে স্পোর্টিং ক্লাবের উদ্যোক্তারা ইলেকট্রিকের সংযোগ বিচ্ছিন্ন করে ফেলেন এবং স্থানীয় মানুষের চেষ্টায় প্রচুর পরিমানে জল ঢালা শুরু হতেই মাত্র কয়েক মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রনে আসে ৷
ফলে বড়ো সড়ো দূর্ঘটনার হাত থেকে রক্ষা পান স্থানীয় মানুষ এবং দেবী দূর্গাও ৷ রাস্তা ছোট এবং ইলেকট্রিকের তার নীচুতে হওয়ায় প্রশাসন এবং স্থানীয় উদ্যোক্তাদের কাছে শোভাযাত্রার আগে বিষয়গুলি নিয়ে ভাববার আবেদন জানিয়েছেন ওয়াকিবহাল মহল ৷