গ্রামের পাতায়

পথশ্রী অভিযানের শুভসূচনা করেন বিধায়ক শ্রী স্বপন

গ্রাম বাংলার মানুষের প্রতি অপার স্নেহ ও অকৃত্রিম ভালোবাসার টানে মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া গ্রামের অলিগলি কে সুন্দর করে সাজিয়ে তোলার জন্য গত ১লা অক্টোবর, ২০২০ তারিখে যে পথশ্রী অভিযানের শুভসূচনা করেন,

সেই অভিযানের অংশ হিসেবে ২৪৭- শালতোরা বিধানসভার সন্মানীয় বিধায়ক মাননীয় শ্রী স্বপন বাউরি মহাশয় আজ ১৫ ই অক্টোবর, ২০২০ তারিখে মেজিয়া ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক মাননীয় শ্রী অনিরুদ্ধ ব্যানার্জি মহাশয়ের উপস্থিতিতে জপমালী-বর্ষাল এলাকার মানুষজনদের দীর্ঘদিনের চাহিদাপূর্ন ‘জপমালি উচ্চ বিদ্যালয় থেকে বর্ষাল যাবার রাস্তার’শুভ উদ্বোধন করেন।

এই শুভ মুহূর্তের সাক্ষী হতে উপস্থিত ছিলেন মেজিয়া পঞ্চায়েত সমিতির কর্মধ্যক্ষ, বানজোরা গ্রাম পঞ্চায়েতের প্রধান, সঞ্চালক, সদস্যরা, নির্বাহী সহায়ক, সচিব সহ অন্যান্য কর্মচারীরা এবং এলাকার শিশু বৃদ্ধ মহিলা সহ সব বয়সের মানুষেরা যারা দীর্ঘদিনের স্বপ্নকে কাছ থেকে সার্থক হতে দেখতে আজ উদ্বোধনী সভাস্থলে একত্রিত হয়েছিলেন ।

Related Articles

Back to top button