রাজ্য

ফের রাতের অন্ধকারে বিজেপি কর্মী খুন


একের পর এক বোমার আঘাতে ক্ষতবিক্ষত হয়ে যায় ওই বিজেপি কর্মীর দেহ। পূর্ব মেদিনীপুর এর ময়নার বাকচা ৮ নম্বর অঞ্চল এলাকার বিজেপি কর্মী দীপক মন্ডলের দেহ উদ্ধার পশ্চিম মেদিনীপুর এর সবং থানার 11 নম্বর অঞ্চল করনপল্লী এলাকা থেকে। জানা গেছে পূর্ব মেদিনীপুর এর ময়নার ওই সক্রিয় বিজেপি কর্মীর ওপর কয়েকদিন ধরেই তৃণমূল এর দুষ্কৃতীদের হুমকি চলছিল। গতকাল করনপল্লী এলাকায় একটি খেলার টুর্নামেন্ট চলছিল। এই কর্মী ও খেলা দেখতে গিয়েছিল। খেলা দেখে ফেরার সময় আচমকাই বাইক বাহিনী এই কর্মীকে ঘিরে ফেলে। এরপর এই কর্মীকে লক্ষ করে শুরু হয় একের পর এক বোম্বচার্জ। অভিযোগ সবং পঞ্চায়েত এর প্রধান প্রসাদ অধিকারী ও তৃণমূল নেতা লালু ভূঁইয়া, সুশান্ত মাল ও আশুতোষ দাস এর নেতৃত্বেই এই হামলা। বোমের আঘাতে ছিন্নভিন্ন হয়ে যায় শরীর। পরে জানতে পেরে ময়না ও সবং উভয় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। রাতেই দেহ উদ্ধার করে সবং থানার পুলিশ সবং গ্রামীন হাসপাতালে নিয়ে আসে। আরও অভিযোগ ঘটনাস্থলে ওই বিজেপি কর্মীর মা পৌঁছালে তাকে জোর করে রাত থেকে সবং থানায় বসিয়ে রাখা হয়.

Related Articles

Back to top button