জেলা

ব্যক্তিগত উদ্যোগে মানুষের পাশে নিতাই

পূর্ব মেদিনীপুর ঃ রাজ‍্য তথা গোটা বিশ্বের আতঙ্কের অপর নাম করনো। আর এই করোনা আতঙ্কে আতঙ্কিত এখন গোটা দেশের মানুষ। করোনা রোধে রাজ‍্য ও কেন্দ্রের তরফ থেকে বিশেষ ফান্ড তৈরি করা হলেও তা নোভেল করোনা রোধে যথেষ্ট নয়। তাই খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি সকলের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য আবেদন জানিয়েছেন। তাই এবার মুখ‍্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সাহায্যের হাত বাড়িয়ে দিল পূর্ব মেদিনীপুর জেলার রামনগর-১ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা রামনগর-১ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি নিতাই চরণ সার। বুধবার তিনি রামনগর-১ এর বিডিও বিষ্ণুপদ রায় এর হাতে পঁচিশ হাজার টাকা (চেক) আর্থিক সাহায্য তুলে দেন। নিতাই চরণ সার বলেন, “মানুষকে বাঁচাতে হবে। তাই আমি ব্যক্তিগত উদ্যোগে যতটা সম্ভব সাহায্যের চেষ্টা করেছি।” তবে রামনগর-১ এর বিডিও বিষ্ণুপদ রায় বলেন, ” আমি নিতাইবাবুকে সাধুবাদ জানাই। “করোনা রোধে এভাবে অনেককে এগিয়ে আসতে হবে।তবে করোনাকে হারিয়ে আমরা জিতবই।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button