উওর সোনারপুরের অসহায় মানুষদের সেবায় নিজেকে নিয়োজিত করলেন বিধায়িকী ফিরদৌসী বেগম
নিজস্ব প্রতিনিধি, উওর সোনারপুর: কোভিড-১৯ র অন্ধকার ছায়ায় সারা বাংলা নিমজ্জিত। এই অন্ধকার ছায়া থেকে আলোর হাসিমুখ দেখানো আশায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্মুখ সফরে নেমেছেন। মুখ্যমন্ত্রীর দেখানো পথকে পাথেয় করে উওর সোনারপুরের বিধায়িকা ফিরদৌসী বেগম ও রাজপুর- সোনারপুর পৌরসভার সি.আই.সি জনাব নজরুল আলি মন্ডলের ব্যবস্থাপনায় মানুষদের সেবার আশায় ও নিরন্ন মানুষের মুখে একটু অন্ন তুলে দেবার তাগিদে এক কমিউনিটি কিচেনের ব্যবস্থা করেছেন। নগরলক্ষী প্রকল্প নামাংকিত এই কমিউনিটি কিচেনে রান্না করা খাবার দুঃস্ত, নিরন্ন, অসহায় মানুষের কাছে পৌঁছে দেওয়ার হচ্ছে। এই ত্রাণ পরিষেবা শুরু হয়েছে ২০ এপ্রিল থেকে এবং এই পরিষেবা চলবে ৪ ঠা মে পযর্ন্ত। এই কমিউনিটি কিচেন প্রতিদিন প্রায় ২০০০ নিরন্ন, অসহায় ,দুঃস্ত মানুষের মুখে রান্না করা খাদ্যদ্রব্যাদি তুলে দেবার অঙ্গীকার করেছেন। সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে এই প্রকল্প চলছে।
আমরা উওর সোনারপুরের বিধায়িকী ফিরদৌসি বেগমের সাথে কথা বলি। উনি জানান, এই দুর্দিন অনেক মানুষ অভুক্ত হয়ে জীবনযাপন করছেন। এই ভাবনা মাথায় রেখেই এই কমিউনিটিতে কিচেনের ব্যবস্থা গ্ৰহণ করা হয় এবং দলের কর্মীবৃন্দরা অসহায় মানুষের কাছে সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে রান্না করা খাবার পৌঁছে দিচ্ছেন। তিনি আরো বলেন যে, তাঁদের মূল লক্ষ্যই হল জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষকে সেবা করা। এই উদ্দেশ্য নিয়েই তিনি বয়মা বড়াল ইয়ং ম্যান অ্যাসোসিয়েশানের ক্লাবের পক্ষ থেকে নিরন্ন, অসহায় মানুষদের কাছে খাদ্যদ্রব্যাদি পৌঁছে দেন। আমরা এই ক্লাবের এক সদস্যের প্রবাল রায়চৌধুরীর সঙ্গে কথা বলে জানতে যে, এই ক্লাবের পক্ষ থেকে লকডাউনের পর থেকেই নিরন্ন মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে খাদ্য দ্রব্যাদি। তিনি আরও বলেন যে, এই অঞ্চলের বিধায়িকী সম্পূর্ণ জাতি, দল নির্বিশেষে মানুষের অসহায়তায় পাশে এসে
দাঁড়ান ।