জাতীয়

আতঙ্ক আবহের নাম বাংলাদেশ,তবুও পালিত হচ্ছে দুর্গোৎসব প্রচন্ড উৎসাহ ও উদ্দিপনার সংগে।

সুমিত মজুমদার

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দূর্গা পূজা, বাংলাদেশ তার মধ্যে অন্যতম এই উৎসব পালনে।প্রতি বছর কোন না আতঙ্ক নিয়ে পালিত হয় এই দুর্গোৎসব,যার মধ্যে হিন্দুরা সংখ্যালঘু হয়ে পড়ায় সংখ্যাগুরুদের ঈর্ষার আতঙ্ক,

এবার অবশ্য করোনার আতঙ্ক। সনাতনী হিন্দুগণের বিশ্বাস মা দূর্গা যেমন অসুর বধ করে ধরিত্রীকে রক্ষা করেছিলেন, ঠিক তেমনি করোনুসার কে বধ করে আতঙ্কিত বিশ্ববাসীকে রক্ষা করবেন।

সেজন্যই সেখানকার হিন্দুরা মা দূর্গার উপর বিশ্বাস ও ভরসা করে মেতে উঠেছে দুর্গোৎসবে,প্রতি বছরের মতো এ বছরেও বাংলাদেশ সরকার সমস্ত রকমের নিরাপত্তা প্রদান করায়, সনাতনী হিন্দুগণের মধ্যে দুর্গোৎসব নিয়ে আনন্দ উৎসাহের পরিমাণ বেড়েই চলেছে।

Related Articles

Back to top button