মদ্যপানে বাধা, আক্রান্ত প্রতিবাদী যুবক
পূর্ব মেদিনীপুরের পটাশপুরে প্রকাশ্যে মদ্যপানে বাধা দেওয়ায় আক্রান্ত হলেন দু’জন যুবক। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার দক্ষিণ খাড় শনি মন্দির এলাকায়।
স্থানীয় সূত্রের খবর, দক্ষিণ খাড় সংলগ্ন এলাকায় গত কয়েকমাস ধরে বে-আইনি ভাবে অবৈধ মদ বিক্রির অভিযোগ উঠছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শুক্রবার রাতে দক্ষিণ খাড় এলাকায় বেশ কয়েকজন রাস্তার উপর মদ্যপান করছিল।
স্থানীয় এক যুবক তথা বেসরকারি বৈদ্যুতিন সংবাদমাধ্যমের এক প্রতিনিধি মদ্যপানের প্রতিবাদ করায় দুস্কৃতীরা তাঁকে বেধড়ক মারধর করে এবং তাঁর মোবাইল ফোন ভেঙে দেয়। বাধা দিতে গেলে ওই যুবকের এক বন্ধুকেও মারধর করা হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। শনিবার প্রতিবাদী ও আক্রান্ত যুবক পটাশপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে।
পটাশপুরের ওসি চন্দ্রকান্ত শাসমল জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে। তবে এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। কিন্তু রাতে সাধারণ মানুষের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে পুলিশি ভূমিকায় উঠছে একাধিক প্রশ্ন। তবে অনেকেই পুলিশের উদাসীনতাকেই দায়ী করেছেন।