নাতনীদের জন্য নতুন পোশাক দিতে যাওয়ার সময় ট্রাকের চাকায় পিষ্ট দাদু।
রানা বৈদ্য ,সাঁইথিয়া :নাতনীদের জন্য নতুন পোশাক দিতে যাওয়ার সময় ট্রাকের চাকায় পিষ্ট দাদু।সাঁইথিয়ার তালতলা মোড়ের পেট্রোল পাম্পের কাছে এই দূর্ঘটনাটি ঘটে। মৃত ব্যাক্তির নাম শশীভূষণ পান্ডে (৪৯)ময়ূরেশ্বরের গুমতাডাঙ্গার বাসিন্দা ছিলেন শশীভূষণ বাবু।
শশীভূষণ পান্ডের আত্মীয় মনিরঞ্জন ঘোষ জানান, সামনেই দুর্গাপুজো সে জন্য নাতনীদের জন্য পুজোর নতুন পোষাক কিনে গুমতাডাঙ্গা থেকে সাইকেলে চড়ে হরিশাড়া অঞ্চলের সিংবেলিয়া গ্রামে ছেলের বাড়ি যাচ্ছিলেন শশীভূষণ বাবু।সে সময় পিছন দিক থেকে আসা একটি দশচাকা লড়ি শশীভূষণ বাবুর সাইকেলে সজোরে ধাক্কা মারে।
এর পর উনি ছিটকে রাস্তায় গিয়ে পড়েন।তখন তার মাথার উপর দিয়ে ওই দশচাকা লড়িটি চলে যায়।এর পর স্থানীয় মানুষজন উনাকে উদ্ধার করে সাঁইথিয়া ষ্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়।সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
কান্নায় ভেঙ্গে পড়েন মৃত ব্যাক্তির ছেলে ও তার পরিবার।পুজোর আগে এই দূর্ঘটনা ঘটে যাওয়ায় শোকের ছায়া গোটা সিংবেলিয়া ও গুমতাডাঙ্গা গ্রামে।পুলিশ ঘাতক লড়ি এবং চালক ও খালাসিকে আটক করেছে।