বিনোদন

পূজার মরশুমে মন খারাপ টলিউড ও মঞ্চ শিল্পীদের

 

সুমিত মজুমদার

করোনা আবহে সাধারণ মানুষের কাছে খেয়ে পড়েবেঁচে থাকাই যখন দায়, সেখানে বিনোদন জগৎ কে মানুষ প্রায় ভুলতে বসেছে। বাঙালি প্রানের উৎসব

দূর্গা পুজো তে বিনোদন শিল্প জগৎ এর সংগে জড়িত শিল্পী দের আয়ের একটি বড় জায়গায়, কিন্তু এবছর অনেক দূর্গা পুজো কমিটি সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল করায় মাথায় হাত সে সব শিল্পীদের।

কিছু আছে যারা মুলত স্টেজ প্রোগ্রাম করেই আয় করেন, দীর্ঘ ছয় মাস লকডাউন থাকার পর সব কলা কুশলিদের গচ্ছিত টাকা পয়সা শেষ। ভেবে ছিল

পুজোতে তার ঘাটতি পুরন করবে, কিন্তু সরকারি অনুমতি থাকলেও, অর্থ সঙ্কটে থাকা পুজো কমিটি গুলি এবারে সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল করতে বাধ্য হয়।

এ প্রসঙ্গে পার্শ্ব ও মঞ্চ অভিনেতা জয় ঘোষ জানান,তাঁর পুরো ইউনিট এবার প্রবল আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে।

এই ভেবেই দারুণ হতাশর মধ্যে দিন কাটাতে হচ্ছে,
পুজোতে আনন্দ প্রদানকারীরা এবার পুজোতে নিরানন্দে কাটাতে চলেছে।

Related Articles

Back to top button