জাতীয়

‌বন্দুকের নল ঠেকিয়ে ধর্ষণ করা হল দলিত যুবতীকে

ফের যোগী রাজ্যে গণধর্ষণের শিকার দলিত তরুণী। অভিযোগ, মাথায় বন্দুক ঠেকিয়ে ভয় দেখিয়ে জোর করে তাঁর উপর নির্যাতন করা হয়। ঘটনা উত্তরপ্রদেশের কানপুরের দেহাতে।

ঘটনা সপ্তাহখানেক আগের। কিন্তু প্রাণনাশের ভয়ে মুখ খুলতে সাহস পাননি নির্যাতিতা। শেষমেষ পুলিশের দ্বারস্থ হয় পরিবার। ২২ বছরের ওই নির্যাতিতা তরুণীর পরিবারের অভিযোগ, ঘটনার দিন বাড়িতে একা ছিলেন তরুণী।

সেই সুযোগে বাড়িতে ঢুকে পড়ে ২ ব্যক্তি। মাথায় বন্দুক ঠেকিয়ে ওই তরুণীকে ধর্ষণ করে ২ ব্যক্তিই। শুধু তাই নয়, ওই নির্যাতিতাকে প্রাণনাশের হুমকি দিয়েছে বলে অভিযোগ। ওই ২ ব্যক্তির মধ্যে একজন আবার প্রাক্তন গ্রাম প্রধান।

পরিবার জানিয়েছে, ঘটনার আকস্মিকতায় ভয়ে, আতঙ্কে, লজ্জায় প্রথমে কাউকে সত্যিই কিছু বলতে পারেননি নির্যাতিতা। সারাক্ষণ মনমরা হয়ে থাকতেন তিনি। মেয়ের আচরণে এমন পরিবর্তন দেখে সন্দেহ হয় মা-বাবার। জিজ্ঞেস করলে প্রথমে কিছু বলতেই চায়নি তরুণী। শেষমেষ সব জানায় পরিবারকে।

এরপরই ওই ২ ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করে পরিবার। ঘটনার পর থেকেই পলাতক তারা। এসপি কেশব কুমার চৌধুরী জানিয়েছেন, প্রায় এক সপ্তাহ আগে এই ঘটনা ঘটেছে।

তবে গত রবিবার থানায় অভিযোগ জানিয়েছে নির্যাতিতার পরিবার। অভিযুক্তদের খোঁজে ৩ জনের টিম তৈরি করেছে পুলিশ। নজর রাখা হয়েছে এলাকা থেকে বেরনোর বিভিন্ন রাস্তায়। চেক পোস্টগুলিতে নজরদারি চালাচ্ছে পুলিশ।

Related Articles

Back to top button