রাজ্য

বিজেপির দিলীপ ঘোষ করোনা আক্রান্ত তাই শুভেন্দু ভক্তদের ধাঁচেই দিলীপবাবুর সুস্থতা কামনায় বিজেপির কাঁথি সাংগঠনিক জেলা নেতৃত্বরা।

 

বেশকিছুদিন আগে কোভিড আক্রান্ত হয়েছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর অনুগামীদের তাঁর প্রতি ভালোবাসা দেখে একপ্রকার আশীর্বাদ করেই দিয়েছিলেন স্বয়ং ঈশ্বর।

অনুগামীরা শুভেন্দু বাবুর আরোগ্য কামনায় কি না করেনি, হোম যজ্ঞ থেকে শুরু করে পূজা পাব্বন পর্যন্ত করেছিলেন পূর্ব মেদিনীপুরের শুভেন্দুগামীরা।

যাঁর ফলে কোভিড জয় করে সম্পূর্ন সুস্থ হয়ে অনুগামীদের কাছে তাঁদের টানে ফিরে এসেছেন শুভেন্দু অধিকারী। তাঁরই পরে ফের করোনা আক্রান্ত হলেন রাজ্য বিজেপি সভাপতি, সাংসদ দিলীপ ঘোষ।

তাঁর সুস্থতা কামনা করে দিলীপবাবুর ভক্তরা বিভিন্ন মন্দিরে পূজা দেওয়ার পাশাপাশি কাঁথি সাংগঠনিক জেলা নেতৃত্বরা জেলাজুড়ে প্রতি মন্ডলে পূজার্চনার সাথে হোমযোজ্ঞের অনুষ্ঠান ক্রিয়া শুরু করেন।

রাজ্য সভাপতি দিলীপ ঘোষে করোনা আক্রান্ত হয়ে কলকাতার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন। সে কারনে তাঁর দ্রুত আরোগ্য কামনায় সাতমাইলের দলীয় কার্যালয়ে হোম যজ্ঞ হয়।

এছাড়াও কাঁথি সাংগঠনিক জেলা জুড়ে প্রতি মণ্ডলে পূজার্চনা যজ্ঞাদির নানান কার্যকলাপ চলে।
এই হোমযজ্ঞে উপস্থিত ছিলেন জেলা সভাপতি অনুপ চক্রবর্তী, জেলার সাধারণ সম্পাদক সুদাম পন্ডিত, অসীম মিশ্র,জেলা সম্পাদক কল্লোল কর, এছাড়া তাপস কুমার পাল, উমেশ প্রধান প্রমুখ।

দিনীপবাবুর দ্রুত আরোগ্য কামনা করে এগরা-২ পশ্চিম মন্ডলে কালিমাতা মন্দিরে পূজা ও হোমযোজ্ঞ হয়। তবে সূত্রের খবর আগের থেকে অনেকটা সুস্থ আছেন দিলীপ ঘোষ।

হালকা জ্বর ও শ্বাসকষ্ট হলে চিকিৎসক তাঁকে টেস্ট করতে বলেন, সেই মোতাবেক টেস্ট করালে,করোনা রিপোর্ট পজেটিভ আসে দিলীপবাবুর।

তাঁরপরই তাঁকে কলকাতার বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়, সেখানে চিকিৎসা চলছে তাঁর। তবে আগের থেকে অনেকটাই সুস্থতা বোধ করছেন তিনি এমনটাই জানালেন চিকিৎসকরা।

Related Articles

Back to top button