জাতীয়

দুর্গাপুজো উপলক্ষে মন্ডপগুলিকে জীবাণু মুক্ত করলো তেজস্বিনী

 

জামশেদপুর। দুর্গাপুজোর মহা পঞ্চমীতে পারশুডিহ এলাকার প্রত্যেকটি দুর্গাপুজোর মন্ডপগুলি, মন্দির ও তার পার্শবর্তী এলাকাগুলিকে শহরের সামাজিক সংগঠন তেজস্বিনী সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের তত্ত্বাবধানে জীবাণু মুক্ত করা হয়। সংগঠনের সভাপতি শ্রীমতী পলি দে জানান, বর্ষা শেষ হয়েছে। এই মরসুমের পরেই মশা বাহিত রোগ ছড়ায়।

পুজোর মণ্ডপে জনগণের চলাচল শুরু হয়েছে। যার কারণে মানুষের মধ্যে মৌসুমী রোগ ছড়াতে পারে। এই বিস্তারটি রোধ করতে, সমস্ত পূজা মন্ডপকে স্যানিটাইজ করে ফগিং করা হয়েছে।

মৌসুমী দাস, শুক্লা মুখার্জী, ভাস্কর দাস, শুক্লা ব্যানার্জী, কৃষ্ণ গোপাল স্বর্ণাকার, অনুপ প্রমুখ এই কাজে সহযোগিতা করেন। পালি দে, সুমনা রায় চৌধুরী, অঙ্কুশ ব্যানার্জী, কাজল মজুমদার, শ্বাসতি বেরা, আশীষ চক্রবর্তী, নীরপদ দাস, সন্দীপ দাস সহ প্রমুখ সহযোগিতা করেন।

Related Articles

Back to top button