জেলা

অজ্ঞাত পরিচয়ের যুবতীর মৃতদেহ উদ্ধার

পার্থ কুশারী:-দক্ষিণ 24 পরগনা জেলার একাধিক স্থানে বহু ক্ষেত্রে অচেনা ব্যক্তি ও অচেনা মহিলার লাশ পাওয়া গেছে।ঠিক কি কারণে খুন হয়েছে ,কোথায় তার বাড়ি এসব হদিস পুলিশ তেমনি ভাবে উদ্ধার করতে পারেনি দীর্ঘ বছর।

একাধিকবার দক্ষিণ 24 পরগনা জেলার বারাইপুর পুলিশ জেলার বাসন্তী থানার  সুন্দরবন হাইওয়ের ফাঁকা জায়গার মধ্যে হেদিয়ার মোড় থেকে  ডেড বডি দেখেছিল কয়েকজন বাসিন্দা, এগুলো কয়েক বছর আগেকার ঘটনা।

তবে বেশ কয়েকদিন আগে মাতলা সেতুর নিচে বাসন্তী থানার এক যুবতীকে ধর্ষণ করে খুন করে ফেলে দিয়ে গেছিল। ঠিক কয়েকদিন পরে আবার একটি ঘটনা ঘটে গেল অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ উদ্ধার।

এ ঘটনাটি ঘটেছে জয়নগর থানার রাজাপুর- করাবেগ গ্রাম পঞ্চায়েত এলাকায় গোডাবর-ছানা গুড়ি খালের পাড়ে, শুক্রবার সকালে এক অজ্ঞাত পরিচয় যুবতীর মাথা কাটা দেহ পড়ে থাকতে দেখতে পান স্থানীয় বাসিন্দারা I

পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পাশের খালের জল থেকে কাটা মুন্ডু উদ্ধার করে Iস্থানীয়দের অনুমান বাইরে থেকে যুবতীকে নির্জন খাল পাড়ে নিয়ে এসে ধর্ষণ করে মুন্ডু কেটে খালের জলে ফেলে দেয় দুষ্কৃতিরা Iঅনুমান রাতেই খুন করা হয়েছেI

তবে এ বিষয়ে বারুইপুরের জেলা পুলিশ আধিকারিকরা ঘটনাটি ইতিমধ্যে তদন্ত শুরু করেছে।

Related Articles

Back to top button