পূর্ব মেদিনীপুর জেলার গাইড ম্যাপ এর উদ্বোধনের মন্ত্রী শুভেন্দু।
হলদিয়া — শারদ উৎসবের প্রাক্কালে হলদিয়ার সুবর্ণজয়ন্তী ভবনে পূর্ব মেদিনীপুর জেলার দুর্গা উৎসবের গাইড ম্যাপ এর উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী। তৎসহ, পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে সমন্বয় সভার সূচনা করেন মন্ত্রী শুভেন্দু অধিকারী । দীর্ঘদিন ধরে তিনি করোণায় আক্রান্ত থাকার পরে, সুস্থ হয়ে আজ প্রথম সরকারি সভায় যোগদান করলেন। এছাড়া উপস্থিত ছিলেন তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী ,পূর্ব মেদিনীপুর জেলা শাসক পার্থ ঘোষ, পূর্ব মেদিনীপুর জেলা সভাধিপতি দেবব্রত দাস, অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘোষ, এছাড়া পুলিশের বিভিন্ন আধিকারিক বৃন্দ।
দুর্গা পূজা গাইড ম্যাপ উদ্বোধন করে মন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, পূর্ব মেদিনীপুর জেলার করণা আক্রান্তের সংখ্যা রাজ্যের অন্যান্য জেলার তুলনায় কিংবা জাতীয় স্তরের তুলনায় অনেক কম। পূর্ব মেদিনীপুর জেলায় করোনা সংক্রমণ ইতালির কোন একজন নিয়েছে সংক্রমণ করেছিলেন প্রথম। নিজেও করোণা আক্রান্ত হয়ে 17 দিন পর বন্দি ছিলাম। করোনা সম্পর্কে সচেতন হোন। এই বছর পুজোয় জমজমাট আরম্ভর বন্ধ রাখুন। পুজো গুলি ভার্চুয়াল সভার মাধ্যমে উদ্বোধন করুন। প্রশাসনকে সতর্ক থাকতে নির্দেশ দেন।