রামনগর নবনিযুক্ত ওসিকে সংবর্ধনা দেওয়া হয়।
পূর্ব মেদিনীপুর ঃ নবনিযুক্ত ওসিকে সংবর্ধনা দেওয়া হয়। এ দিন রামনগর বাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে রামনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সৌরভ চিন্নাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর থানার নতুন ওসি সৌরভ চিন্নাকে রামনগর বাজার ব্যবসায়ী সমিতির তরফে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। প্রসঙ্গত, রামনগর থানার ওসি হিসেবে নিযুক্ত ছিলেন শুভেন্দ্র কুমার (আইপিএস)। তিনি প্রফেশনাল ট্রেনিং রামনগর থানার দায়িত্বে প্রায় মাস দু’য়েক ছিলেন বলে জেলা পুলিশ সূত্রের খবর। গত বৃহস্পতিবার তিনি রামনগর থানা থেকে ডিপার্চার নেন। এরপরই শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম থানা থেকে সৌরভ চিন্না রামনগর থানার ওসি’র দায়িত্বভার গ্রহণ করেন বলে জানা গিয়েছে। তাই এ দিন রামনগর বাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে নবনিযুক্ত ওসি সৌরভ চিন্নাকে সংবর্ধনা জানানো হয়েছে। তবে সংবর্ধনা পেয়ে রামনগর থানার নতুন ওসি খুবই খুশি। কিন্তু নতুন ওসির কাজকর্মের দিকেই তাকিয়ে এলাকাবাসী। এ দিন সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিঘার সিআই সুজয় মুখ্যার্জী, রামনগর বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক নিতাই চরণ সার, সহ- সম্পাদক রবীন্দ্রনাথ সার ও সহ-সহ-সভাপতি দীপক সার- পুলিশের অন্যান্য আধিকারিকেরা।