আত্মাশুদ্ধি

হরি ওঁ

কলিযুগে সৎ নিষ্ঠাবান ত্যাগী সাধক স্বপন দত্ত

সংগচ্ছধ্বং সংবদধ্বং সংবো মনাংসি জানতাম্ ।
দেবা ভাগং যথাপূর্বে সঞ্জানানা উপাসতে ।।

          বিবেকানন্দের বাণী 
         ---------------------------- 

” হিন্দুরা বলে, আমরা ঈশ্বরে বিশ্বাসী আর ঈশ্বর সর্বব্যাপী ও সর্বশক্তিমান , সকল আত্মার অন্তরাত্মা, সুতরাং যদি আমরা সকল সৎকর্মের ফল তাঁহাকে সমর্পণ করি, তাহাই সর্বশ্রেষ্ঠ ত্যাগ আর ঐ ফল নিশ্চয়ই সমগ্র জগৎ পাইবে । “…………(৮/৩০১ )
স্বামী বিবেকানন্দ ।

                     ওঁ

         শ্রীপরমাত্মনে নমঃ 

         ঈশাবাস্যোপনিষদ

অনেজদেকং মনসো জবীয়ো নৈনদ্দেবা আপ্নুবন্ পূর্বমর্ষৎ ।
তদ্বাবতোহন্যানত্যেতি তিষ্ঠত্তস্মিন্নপো মাতরিশ্বা দধাতি ।। (০৪)

সেই সর্বান্তর্যামী সর্বশক্তিমান পরমেশ্বর অচল ও এক, তথাপি তিনি মন হতেও অধিক গতিযুক্ত । সকলের আদি জ্ঞানস্বরূপ বা সর্বজ্ঞ এই পরমেশ্বরকে ইন্দ্রাদি দেবগণ ও মহর্ষিগণও লাভ করতে পারেন না বা পূর্ণরূপে জানতে সমর্থ হন না । তিনি অপর ধাবিতগণকে স্বয়ং স্থিত অর্থাৎ অচল থেকেই অতিক্রম করে যান ।
তাঁর অবস্থানেই অর্থাৎ তাঁর সত্তা– শক্তিতে বায়ূ আদি দেবতা জলবর্ষণাদি ক্রিয়া করতে সমর্থ হন । (৪)

বুধ ঊষার হার্দিক শুভেচ্ছা

আজ বুধবার…..

       আশ্বিন  মাস  (পদ্মনাভ  )  

.৫১২২ কলিযুগাব্দ ।
২০৭৭ বিক্রম সংবৎ ।
১৯৪২ শকাব্দঃ ।
৫৩৫ শ্রীচৈতন্যাব্দঃ ।
২৫৬৪ বুদ্ধাব্দঃ ।
৬ আশ্বিন , ১৪২৭ বঙ্গাব্দঃ ।
২৩ সেপ্টেম্বর, , ২০২০ খ্রীষ্টাব্দঃ ।
সূর্য্যোদয় ৫.২৯ মিনিট ।
সূর্য্যাস্ত ৫.৩১ মিনিট ।
সপ্তমী তিথি ।
জ্যেষ্ঠানক্ষত্র
শুক্ল পক্ষ ।

আজকের দিন শুভ ও পূণ্যময় হোক ।

Related Articles

Back to top button