হরি ওঁ
কলিযুগের সৎ নিষ্ঠাবান ত্যাগী সাধক স্বপন দত্ত
সংগচ্ছধ্বং সংবদধ্বং সংবো মনাংসি জানতাম্ ।
দেবা ভাগং যথাপূর্বে সঞ্জানানা উপাসতে ।।
বিবেকানন্দের বাণী
----------------------------
” ভালই হউক আর মন্দই হউক —- সহস্র সহস্র বৎসর যাবৎ ভারতে ধর্মই জীবনের চরম আদর্শরূপে পরিগণিত হইতেছে ; “…..(৫/৮৭) স্বামী বিবেকানন্দ ।
ওঁ
শ্রীপরমাত্মনে নমঃ
ঈশাবাস্যোপনিষদ
তেজো যত্তে রূপং কল্যাণতমং তত্তে পশ্যামি ।
যোহসবসৌ পুরুষঃ সোহহমস্মি ।। (১৬)
ভক্তগণকে পোষণকারী হে মুখ্য জ্ঞানস্বরূপ, হে নিয়ামক, ভক্ত ও জ্ঞানিগণের পরম লক্ষ্যস্বরূপ, প্রজাপতির প্রিয়, এই রশ্মিসমূহকে একত্র করুন । এই তেজকে সংবরণ করুন । আপনার কল্যানময় দিব্য স্বরূপকে, আপনার কৃপায় ধ্যানের দ্বারা দেখতে পাচ্ছি । যিনি সেই পরম পুরুষ, আমিও তাই হই । (১৬)
সোম প্রভাতের শুভ্র শুভেচ্ছা
আজ সোমবার……..
আশ্বিন মাস ( পদ্মনাভ )
৫১২২ কলিযুগাব্দ
২০৭৭ বিক্রম সংবৎ।
১৯৪২ শকাব্দঃ ।
৫৩৫ শ্রীচৈতন্যাব্দঃ ।
২৫৬৪ বুদ্ধাব্দঃ ।
১৮ আশ্বিন , ১৪২৭বঙ্গাব্দঃ ।
৫ অক্টোবর , ২০২০ খ্রীষ্টাব্দঃ ।
সূর্য্যোদয় ৫.৩৩ মিনিট ।
সূর্য্যাস্ত ৫.১৯ মিনিট ।
সকাল ৭.৩৪ পর্যন্ত তৃতীয়া পরে চতুর্থী তিথি ।
ভরণীনক্ষত্র ।
কৃষ্ণ পক্ষ ।
জলপাইগুড়ির সতীশচন্দ্র ব্রজবাসী আশ্রমের মাতা মায়ারাণী রায়ের তিরোফহান দিবস ।
অসম.——- লেখিকা ঁ স্নেহ দেবীর স্মৃতিদিবস ।
আজকের দিন শুভ ও মঙ্গলময় হোক ।