আত্মাশুদ্ধি

হরি ওঁ

কলিযুগের সৎ নিষ্ঠাবান ত্যাগী সাধক স্বপন দত্ত

সংগচ্ছধ্বং সংবদধ্বং সংবো মনাংসি জানতাম্ ।
দেবা ভাগং যথাপূর্বে সঞ্জানানা উপাসতে ।।

          বিবেকানন্দের বাণী 
         ---------------------------- 

” ভালই হউক আর মন্দই হউক—– শত শত শতাব্দী ধরিয়া ভারতের পরিবেশ ধর্মের মহান আদর্শে পূর্ণ রহিয়াছে । “……….(৫/৬৭) স্বামী বিবেকানন্দ ।

                     ওঁ

         শ্রীপরমাত্মনে নমঃ 

         ঈশাবাস্যোপনিষদ

ধ্যানের দ্বারা ভগবানের দিব্যমঙ্গলময় স্বরূপের দর্শনকারী প্রার্থনা করছেন………….

বায়ূরনিলমমৃতমত্থেদং তস্মান্তঁ্ শরীরম ।
ওঁ ক্রতো স্মর কৃতঁ্স্মর ক্রতো স্মর কৃতঁ্স্মর ।। (১৭)

এখন প্রাণ ও ইন্দ্রিয়বর্গ অবিনাশী সমষ্টি বায়ূতত্ত্বে প্রবিষ্ট হয়ে যাক । এই স্থুল দেহ অগ্নিতে জ্বলে ভস্মরূপ হয়ে যাক । হে যজ্ঞময় ভগবান, আমাকে স্মরণ করুন, আমার দ্বারা কৃত কর্মসমূহকে স্মরণ করুন । (১৭)

মঙ্গল প্রভাতের মাঙ্গলিক শুভেচ্ছা

আজ মঙ্গলবার……..

        আশ্বিন মাস  ( পদ্মনাভ   )  

.৫১২২ কলিযুগাব্দ ।
২০৭৭ বিক্রম সংবৎ ।
১৯৪২ শকাব্দঃ ।
৫৩৫ শ্রীচৈতন্যাব্দঃ ।
২৫৬৪ বুদ্ধাব্দঃ ।
১৯ আশ্বিন , ১৪২৭ বঙ্গাব্দঃ ।
৬ অক্টোবর , ২০২০ খ্রীষ্টাব্দঃ ।
সূর্য্যোদয় ৫.৩৩ মিনিট ।
সূর্য্যাস্ত ৫.১৮ মিনিট ।
সকাল ৯.২৫ পর্যন্ত চতুর্থী পরে পঞ্চনী তিথি ।
কৃত্তিকানক্ষত্র ।
কৃষ্ণ পক্ষ ।

জ্যোতির্বিজ্ঞানী অধ্যাপক ডঃ মেঘনাদ সাহার জন্মদিবস ।

অসম……সঙ্গীতজ্ঞ ঁ দেবেন শর্মার স্মৃতিদিবস ।

ত্রিপুরা……..ক্রিকেটার সমীরণ চক্রবর্তী ও গল্পকার বিমল চৌধুরীর প্রয়াণ দিবস ।

আজকের দিন শুভ ও সুন্দরময় হোক ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button