আত্মাশুদ্ধি

হরি ওঁ

কলিযুগের সৎ নিষ্ঠাবান ত্যাগী সাধক স্বপন দত্ত

সংগচ্ছধ্বং সংবদধ্বং সংবো মনাংসি জানতাম্ ।
দেবা ভাগং যথাপূর্বে সঞ্জানানা উপাসতে ।।

          বিবেকানন্দের বাণী 
         ---------------------------- 

” ধর্মভাব আমাদের রক্তের সহিত মিশিয়া গিয়াছে —- আমাদের শিরায় শিরায় প্রতি রক্তবিন্দুর সহিত প্রবাহিত হইতেছে , আমাদের প্রকৃতিগত হইয়া গিয়াছে, আমাদের জীবনীশক্তি হইয়া দাঁড়াইয়াছে । “…….(৫/৬৭)
স্বামী বিবেকানন্দ ।

                     ওঁ

         শ্রীপরমাত্মনে নমঃ 

             কেনোপনিষদ


                 শান্তিপাঠ 

ওঁ আপ্যায়ন্তু মমাঙ্গানি বাক প্রাণশ্চক্ষুঃ শ্রোত্রমত্থো বলমিন্দ্রিয়াণি চ সর্বাণি ।
সর্বং ব্রহ্মৌপনিষদং মাহহং ব্রহ্ম নিরাকুর্যাং মা মা ব্রহ্ম নিরাকরোৎ, অনিরাকরণমস্ত্বনিরাকরণং মেহস্তু।
তদাত্মনি নিরতে য উপনিষৎসু ধর্মাস্তে ময়ি সন্তু, তে ময়ি সন্তু ।।

      ওঁ শান্তিঃ  শান্তিঃ  শান্তিঃ  

হে পরমাত্মা ! আমার সকল অঙ্গ, বাকশক্তি, চক্ষু, কর্ণ প্রভৃতি সকল কর্মেন্দ্রিয় এবং জ্ঞানেন্দ্রিয়, প্রাণসমূহ, শারীরিক এবং মানসিক শক্তি —- এগুলি সর্বপ্রকার পুষ্টি এবং বুদ্ধিসম্পন্ন হোক । উপনিষদসমূহে সর্বরূপ ব্রহ্মের যে স্বরূপ বর্ণিত হয়েছে, আমি যেন তাকে কখনো অস্বীকার না করি এবং সেই ব্রহ্মও যেন আমাকে পরিত্যাগ না করেন । আমাকে সর্বদা তাঁর নিজের মধ্যে, নিজের করে রাখেন । আমার সঙ্গে ব্রহ্মের এবং ব্রহ্মের সঙ্গে আমার যেন নিত্যসমন্ধ প্রতিষ্ঠিত থাকে । উপনিষদসমূহে প্রতিপাদিত ধর্মগুলি নিরন্তর প্রকাশিত থাকুক, সেগুলি আমার মধ্যে প্রতিষ্ঠিত থাকুক । আমার ত্রিবিধ তাপের নিবৃত্তি হোক ।

লক্ষ্মীবারের প্রভাত শুভেচ্ছা

আজ বৃহষ্পতিবার…………..

       আশ্বিন  মাস ( পদ্মনাভ )  

.৫১২২ কলিযুগাব্দ ।
২০৭৭ বিক্রম সংবৎ ।
১৯৪২ শকাব্দঃ ।
৫৩৫ শ্রীচৈতন্যাব্দ ।
২৫৬৪ বুদ্ধাব্দঃ ।
২১ আশ্বিন , ১৪২৭ বঙ্গাব্দঃ ।
৮ অক্টোবর , ২০২০ খ্রীষ্টাব্দঃ ।
সূর্য্যোদয় ৫.৩৪ মিনিট ।
সূর্য্যাস্ত ৫.১৬ মিনিট ।
বেলা ১১.৫৯ পর্যন্ত ষষ্ঠী পরে সপ্তমী তিথি ।
মৃগশিরানক্ষত্র ।
কৃষ্ণ পক্ষ ।

ভারতীয় বায়ূসেনা দিবস ।

অসম…..রোহিনীকান্ত হাতিবরুয়ার স্মৃতিদিবস ।

আজকের দিন শুভ ও কল্যানময় হোক ।

Related Articles

Back to top button