হরি ওঁ
কলিযুগের সৎ নিষ্ঠাবান ত্যাগী সাধক স্বপন দত্ত
সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়াঃ ।
সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিদ দুঃখভাগ ভবেৎ ।
বিবেকানন্দের বাণী
----------------------------
” সমগ্র মানবজাতির আধ্যাত্মিক রূপান্তর —– ইহাই ভারতীয় জীবনসাধনার মূলমন্ত্র । ভারতের চিরন্তন সঙ্গীতের মূল সুর, ভারতীয় সত্তার মেরুদণ্ড স্বরূপ, ভারতীয়তার ভিত্তি, ভারতবর্ষের সর্বপ্রধান প্রেরণা ও বাণী । “……..(৫/৩৭৬ ) স্বামী বিবেকানন্দ ।
ওঁ
শ্রীপরমাত্মনে নমঃ
কেনোপনিষদ
প্রথম খণ্ড
গুরু পুনরায় বলছেন……
ন তত্র চক্ষুর্গচ্ছতি ন বাগগচ্ছতি নো মনো ন বিদ্মো ন বিজানীমো যত্থৈতদনুশিষ্যাদন্যদেব তদ্বিদিতাদত্থো অবিফিতাদধি ।
ইতি শুশ্রুম পূর্বেষাং যে নস্তদব্যাচচক্ষিরে । (০৩)
সেই ব্রহ্ম পর্যন্ত না চক্ষু ইন্দ্রিয় পৌঁছুতে সমর্থ হয়, না বাক ইন্দ্রিয় যেতে সমর্থ হয়, না মন । যে প্রকারে ব্রহ্মের স্বরূপ নির্দেশ করা যেতে পারে ‘সেটি এইরূপ’ , আমরা নিজেদের বুদ্ধিতেও জানি না, অপরের কাচ থেকে শুনেও জানি না । সেটি জ্ঞাত এবং অজ্ঞাত পদার্থসমূহ থেকেও ভিন্ন । এই কথা নিজেদের পূর্বাচার্যগণের মুখ থেকে আমরা শুনে আসছি । যাঁরা আমাদেরকে সেই ব্রহ্মের তত্ত্ব ভালোভাবে ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছেন । (৩)
রবি প্রভাতের হার্দিক শুভেচ্ছা
আজ রবিবার………
আশ্বিন মাস ( পদ্মনাভ )
৫১২২ কলিযুগাব্দ।
২০৭৭ বিক্রম সংবৎ ।
১৯৪২ শকাব্দঃ ।
৫৩৫ শ্রীচৈতন্যাব্দঃ ।
২৫৬৪ বুদ্ধাব্দঃ ।
২৪ আশ্বিন, ১৪২৭ বঙ্গাব্দঃ ।
১১ অক্টোবর, ২০২০ খ্রীষ্টাব্দঃ ।
সূর্য্যোদয় ৫.৩৫ মিনিট ।
সূর্য্যাস্ত ৫.১৩ মিনিট ।
বেলা ১২.১৫ পর্যন্ত নবমী পরে দশমী তিথি ।
পূষ্যানক্ষত্র ।
কৃষ্ণ পক্ষ ।
অসম……..শিল্পী শ্যামাচরণ ব্রহ্ম’র স্মৃতিদিবস ।
আজকের দিন শুভ ও আনন্দময় হোক ।