আত্মাশুদ্ধি

হরি ওঁ

।। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ , কৃষ্ণ কৃষ্ণ হরে হরে । হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।। জয় রাধা গো বৃন্দ জয় জয় জয় জয় রাধে । শ্রীরাধাগোবিন্দ জয় জয় জয় জয়রাধে ।। রাধা গোবিন্দের চরণে শত কোটি প্রনাম সাধক স্বপন দত্ত বাউল

করাগ্রে বসতে লক্ষ্মী,
করমধ্যে সরস্বতী।
করমুলে তু গোবিন্দ,
প্রভাতে কর দর্শনম্।

সমুদ্র বসনে দেবী,
পর্বত স্তন মণ্ডলে ।
বিষ্ণুপত্নী নমস্তুভ্যাং,
পাদস্পর্শং ক্ষমস্যমে ।

         

 বিবেকানন্দের বাণী 
         ----------------------------

” ভগবান্ যদি থাকেন, তবে আপনি তাঁহাকে দেখিয়াছেন কি ? যদি বলেন ‘না’ তবে আপনার তাঁহাতে বিশ্বাস করিবার কি অধিকার আছে ? “……(৩/১৮৯)
স্বামী বিবেকানন্দ ।

                     ওঁ

         শ্রীপরমাত্মনে নমঃ 

   শ্রীগীতা----- সপ্তদশ  অধ্যায়

            শ্রদ্ধাত্রয়বিভাগযোগ

             শ্রীভগবান   উবাচ

ওঁ তৎসদিতি নির্দেশো ব্রহ্মণস্ত্রিবিধঃ স্মৃতঃ ।
ব্রাহ্মণাস্তেন বেদাশ্চ যজ্ঞাশ্চ বিহিতাঃ পুরা ।। (২৩)

ওঁ, তৎ, সৎ— সচ্চিদানন্দঘন ব্রহ্মের এই ত্রিবিধ নাম বলা হয়েছে । এই ত্রিবিধ নির্দেশ দ্বারা সৃষ্টির প্রারম্ভে যজ্ঞের কর্তা ব্রাহ্মণ, যজ্ঞের কারণ বেদ এবং যজ্ঞরূপ ক্রিয়া নির্মিত হয়েছে । (২৩ )

রবি প্রভাতের হার্দিক শুভেচ্ছা

আজ রবিবার………

         আঢাঢ় মাস  ( বামন )  

৫১২২ কলিযুগাব্দ।
২০৭৭ বিক্রম সংবৎ ।
১৯৪২ শকাব্দঃ ।
৫৩৫ শ্রীচৈতন্যাব্দঃ ।
২৫৬৪ বুদ্ধাব্দঃ ।
৬ আষাঢ়, ১৪২৭ বঙ্গাব্দ ।
২১ জুন , ২০২০ খ্রীষ্টাব্দ ।
সূর্য্যোদয় ৪.৫৫ মিনিট ।
সূর্য্যাস্ত ৬.২৩ মিনিট ।
সকাল ১১.৫৬ পর্যন্ত অমাবস্যা
দুপুর ১.১৯ পর্যন্ত মৃগশিরানক্ষত্র পরে আর্দ্রানক্ষত্র ।

বলয়গ্রাস সূর্য্যগ্রহণ ।

বিশ্ব যোগ দিবস ।

সঙ্ঘ ( R.S.S ) প্রতিষ্ঠাতা পরম পূজনীয় ডাঃ কেশব বলিরাম হেডগেওয়ারের মহাপ্রয়াণ দিবস ।

শ্রী ঁ গদাধর পণ্ডিতের তিরোভাব তিথি ।

আজকের দিন শুভ ও আনন্দময় হোক ।

Related Articles

Back to top button