আত্মাশুদ্ধি

হরি ওঁ


সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়াঃ ।
সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিদ দুঃখভাগ ভবেৎ ।

 

বিবেকানন্দের বাণী
—————————-

” …… তোমাদের জাতির ইতিহাস সম্বন্ধে গভীরতর অন্তর্দৃষ্টি দিতে পারে ; লক্ষ্য করিয়া দেখ, ঐ মন্দির শত শত আক্রমনের ও শত শত পুনরভ্যুদয়ের চিহ্ন ধারণ করিয়া আছে—- বার বার নষ্ট হইতেছে ;……. ” ( ৫/১৮৫—১৮৬ )
স্বামী বিবেকানন্দ ।

 

ওঁ

শ্রীপরমাত্মনে নমঃ

কেনোপনিষদ

দ্বিতীয় খণ্ড

গুরুদেবের নির্দেশ চিন্তা করে শিষ্য তাঁর কাছে নিজের অনুভব প্রকাশ করছে ——–

নাহং মন্যে সুবেদেতি নো ন বেদেতি চ ।
যো নস্তদ্বেদ তদ্বেদ নো ন বেদ চ ।। ৷ (০২)

‘ আমি মনে করি না যে আমি সেই ব্রহ্মকে সম্পূর্ণভাবে ঠিক ঠিক বুঝে ফেলেছি, আবার একথাও মনে করি না যে আমি তাঁকে জানি না ; কারণ আমি তাঁকে জানি । আমার এই জানা সেই জানা নয় যেমনভাবে কোনো জ্ঞাতা কোনো জ্ঞেয় বস্তুকে জানে । এটি তার থেকে সম্পূর্ণ বিলক্ষণ এবং অলৌকিক । এইজন্যই এই যে আমি বলছি ‘ আমি তাঁকে জানি না —- এমন নয়, আবার জানি —- এমনও নয় ; তবু তাঁকে তো জানিই ‘—– আমার এই কথার রহস্য , এই যে আপনার শিষ্য আমরা, আমাদের মধ্যে সেই ঠিক বুঝতে পারবে যে সেই ব্রহ্মকে জানে ‘ । (২)

রবি প্রভাতের হার্দিক শুভেচ্ছা

আজ রবিবার………

কার্ত্তিক মাস ( দামোদর )

৫১২২ কলিযুগাব্দ।
২০৭৭ বিক্রম সংবৎ ।
১৯৪২ শকাব্দঃ ।
৫৩৫ শ্রীচৈতন্যাব্দঃ ।
২৫৬৪ বুদ্ধাব্দঃ ।
১ কার্ত্তিক, ১৪২৭ বঙ্গাব্দঃ ।
১৮ অক্টোবর, ২০২০ খ্রীষ্টাব্দঃ ।
সূর্য্যোদয় ৫.৩৯ মিনিট ।
সূর্য্যাস্ত ৫.০৭ মিনিট ।
দ্বিতীয়া তিথি ।
স্বাতীনক্ষত্র ।
শুক্ল পক্ষ ।

মহাপুরুষ শিরডি সাঁইবাবার তিরোভাব দিবস ।

 

ডঃ মহানামব্রত ব্রহ্মচারীর প্রয়াণ দিবস ।

 

বাউল সাধক লালন ফকিরের তিরোধান দিবস ।

 

আজকের দিন শুভ ও আনন্দময় হোক ।

Related Articles

Back to top button