আত্মাশুদ্ধি

হরি ওঁ

কলিযুগের সৎ নিষ্ঠাবান ত্যাগী সাধক স্বপন দত্ত

সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়াঃ ।
সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিদ দুঃখভাগ ভবেৎ ।

বিবেকানন্দের বাণী
—————————-

” ——- এই ধর্মেই আমাদের জাতীয় মন, জাতীয় প্রাণপ্রবাহ দেখিতে পাইবে । ধর্ম অনুসরণ কর, তোমরা গৌরবান্বিত হইবে । ধর্ম পরিত্যাগ কর, তোমাদের মৃত্যু নিশ্চয় । “……….(৫/১৮৫—১৮৬)
স্বামী বিবেকানন্দ ।

 

ওঁ

শ্রীপরমাত্মনে নমঃ

কেনোপনিষদ

দ্বিতীয় খণ্ড

প্রতিবোধবিদিতং মতমমৃতত্বং হি বিন্দতে ।
আত্মনা বিন্দতে বীর্যং বিদ্যয়া বিন্দতেহমৃতম্ ।। ( ০৪)

পূর্বোক্ত প্রতিরোধ ( সংকেত ) থেকে উৎপন্ন জ্ঞানই যথার্থ জ্ঞান । কারণ এর দ্বারা অমৃতস্বরূপ পরমাত্মাকে মানুষ লাভ করে থাকে , অন্তর্যামী পরমাত্মার থেকে পরমাত্মাকে জানার শক্তি ( জ্ঞান) লাভ করে থাকে । সেই বিদ্যা বা জ্ঞানের দ্বারা অমৃতস্বরূপ পুরুষোত্তমকে লাভ করে থাকে । (৪)

মঙ্গল প্রভাতের মাঙ্গলিক শুভেচ্ছা

আজ মঙ্গলবার……..

কার্ত্তিক মাস ( দামোদর )

.৫১২২ কলিযুগাব্দ ।
২০৭৭ বিক্রম সংবৎ ।
১৯৪২ শকাব্দঃ ।
৫৩৫ শ্রীচৈতন্যাব্দঃ ।
২৫৬৪ বুদ্ধাব্দঃ ।
৩ কার্ত্তিক, ১৪২৭ বঙ্গাব্দঃ ।
২০ অক্টোবর , ২০২০ খ্রীষ্টাব্দঃ ।
সূর্য্যোদয় ৫.৪০ মিনিট ।
সূর্য্যাস্ত ৫.০৫ মিনিট ।
চতুর্থী তিথি ।
অনুরাধানক্ষত্র ।
শুক্ল পক্ষ ।

কবি অতুলপ্রসাদ সেনের জন্মদিবস ।

 

অসম……সমাজকর্মী ঁ কামেশ্বর লহকরের তিরোভাব তিথি ।

 

আজকের দিন শুভ ও সুন্দরময় হোক ।

Related Articles

Back to top button