আত্মাশুদ্ধি

হরি ওঁ

সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়াঃ ।
সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিদ দুঃখভাগ ভবেৎ ।

 

বিবেকানন্দের বাণী
—————————-

” ভারতবাসী প্রথম চায় ধর্ম, তারপর অন্যান্য বস্তু । ঐ ধর্মভাবকে বিশেষরূপে জাগাইতে হইবে । “……..(৫/১৮৫—১৮৬ )
স্বামী বিবেকানন্দ ।

 

ওঁ

শ্রীপরমাত্মনে নমঃ

কেনোপনিষদ

তৃতীয় খণ্ড

ব্রহ্ম হ দেবেভ্যো তস্য হ ব্রহ্মণো বিজয়ে দেবা অমহীয়ন্ত ত ঐক্ষন্তাস্মাকমেবায়ং বিজয়োহস্মকমেবায়ং মহিমেতি ।। (০১)

পরব্রহ্ম পরমেশ্বরই দেবতাদের জন্য , তাঁদেরকে নিমিত্তমাত্র করে অসুরদের ওপর জয় লাভ করেছিলেন । কিন্তু পরব্রহ্ম পুরুষোত্তমের বিজয়ে ইন্দ্রাদি দেবগণ নিজেদের ওপরে মহিমা আরোপ করেছিলেন । তাঁরা ধারণা যে, এই বিজয় আমাদেরই এবং এই মহিমা আমাদেরই । (১)

লক্ষ্মীবারের প্রভাত শুভেচ্ছা

আজ বৃহষ্পতিবার…………..

কার্ত্তিক মাস ( দামোদর )

.৫১২২ কলিযুগাব্দ ।
২০৭৭ বিক্রম সংবৎ ।
১৯৪২ শকাব্দঃ ।
৫৩৫ শ্রীচৈতন্যাব্দ ।
২৫৬৪ বুদ্ধাব্দঃ ।
৫ কার্ত্তিক , ১৪২৭ বঙ্গাব্দঃ ।
২২ অক্টোবর , ২০২০ খ্রীষ্টাব্দঃ ।
সূর্য্যোদয় ৫.৪১ মিনিট ।
সূর্য্যাস্ত ৫.০৩ মিনিট ।
বেলা ১.১৩ পর্যন্ত ষষ্ঠী পরে সপ্তমী তিথি ।
মূলানক্ষত্র ।
শুক্ল পক্ষ ।

শারদীয়া মহাষষ্ঠী ।

কবি সাহিত্যিক জীবনানন্দ দাসের প্রয়াণ দিবস ।

যোগিবর স্বামী কেশবানন্দ ব্রহ্মচারীর তিরোভাব ।

 

অসম…..বিশিষ্ট ক্রীড়াবিদ ঁ রামেশ্বর ত্রিপাঠী ও সাহিত্যিক পদ্মনাথ চালিহার স্মৃতিদিবস ।

 

আজকের দিন শুভ ও কল্যানময় হোক ।

Related Articles

Back to top button