হরি ওঁ
সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়াঃ ।
সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিদ দুঃখভাগ ভবেৎ ।
বিবেকানন্দের বাণী
—————————-
” আমাদের প্রাচীন পূর্বপুরুষগণের নিকট হইতে আমরা যে অমূল্য সম্পদ উত্তরাধিকার সুত্রে পাইয়াছি, তাহাকে প্রাণপণে ধরিয়া থাকাই আমাদের প্রথম ও প্রধান কর্ত্তব্য । “…………… (৫/৪৬)
স্বামী বিবেকানন্দ ।
ওঁ
শ্রীপরমাত্মনে নমঃ
কেনোপনিষদ
তৃতীয় খণ্ড
তদ্ধৈষাং বিজজ্ঞৌ তেভ্যো হ প্রাদুর্বভূব তন্ন ব্যজানত কিমিদং যক্ষমিতি । (০২)
প্রসিদ্ধ আছে যে সেই পরব্রহ্ম এই দেবতাদের অভিমান জেনেছিলেন এবং কৃপাপূর্বক তাঁদের অভিমান নষ্ট করার জন্য তিনি তাঁদের সম্মুখেই সাকাররীপে প্রকটিত হয়েছিলেন । তাঁকে যক্ষরূপে প্রকটিত দেখেও এই দিব্য যক্ষকে দেবতারা বুঝতে পারলেন না । (২)
শুক্রবারের প্রভাতি শুভেচ্ছা
আজ শুক্রবার…………….
কার্ত্তিক মাস ( দামোদর )
৫১২২ কলিযুগাব্দ ।
২০৭৭ বিক্রম সংবৎ ।
১৯৪২ শকাব্দঃ ।
৫৩৫ শ্রীচৈতন্যাব্দঃ ।
২৫৬৪ বুদ্ধাব্দঃ ।
৬ কার্ত্তিক , ১৪২৭ বঙ্গাব্দঃ ।
২৩ অক্টোবর, ২০২০ খ্রীষ্টাব্দঃ ।
সূর্য্যোদয় ৫.৪১ মিনিট ।
সূর্য্যাস্ত ৫.০৩ মিনিট ।
সকাল ১১.৫৭ পর্যন্ত সপ্তমী পরে অষ্টমী তিথি ।
পূর্ব্বাষাঢ়ানক্ষত্র ।
শুক্ল পক্ষ ।
শারদীয়া মহাসপ্তমী
স্বামী ভাস্করানন্দ সরস্বতীর আবির্ভাব তিথি ।
স্বামী মহাদেবানন্দ গিরি মহারাজের তিরোভাব তিথি ।
স্বামী জগদীশ্বরানন্দের তিরোভাব তিথি ।
অসম……..পণ্ডিত ঁ তীর্থনাথ শর্মা ও কবি ঁ ভভাপ্রসাদ রাজখোয়ার স্মৃতিদিবস ।
আজকের দিন শুভ ও শান্তময় হোক।
দূর্গাপুজোয় আনন্দ করুন নিজেকে সুস্থ ও সুরক্ষিত রেখে।??
— জয়দেব লাহা।