হরি ওঁ
সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়াঃ ।
সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিদ দুঃখভাগ ভবেৎ ।
বিবেকানন্দের বাণী
—————————-
” প্রাচীনকালে এই তপোবনবাসী ঋষি– তপস্বীগণের উপর সকলেই এত শ্রদ্ধা ভক্তির ভাব পোষণ করিতেন যে সম্রাটও এই সমস্ত তপোবন বা আশ্রমের নিকট দিয়া যাইবার সময় ঋষিমুনিগণকে পূজা করিবার জন্য আশ্রমে প্রবেশ না করিয়া থাকিতে পারিতেন না । “…….(৮/২৫৭)
স্বামী বিবেকানন্দ ।
ওঁ
শ্রীপরমাত্মনে নমঃ
কেনোপনিষদ
তৃতীয় খণ্ড
অথ বায়ুমব্রুবন্ ব্যয়বেতদ বিজানীহি কিমেতদ যক্ষমিতি তত্থেতি । (৭)
অনন্তর বায়ুদেবতাকে দেবতারা বললেন ; হে বায়ুদেব ! আপনি গিয়ে ভালোভাবে এই ব্যাপারটির অনিসন্ধান করুন যে এই দিব্যযক্ষ কে ? বায়ু বললেন, তবে তাই হোক । (৭)
বুধ ঊষার হার্দিক শুভেচ্ছা
আজ বুধবার…..
কার্ত্তিক মাস (দামোদর )
.৫১২২ কলিযুগাব্দ ।
২০৭৭ বিক্রম সংবৎ ।
১৯৪২ শকাব্দঃ ।
৫৩৫ শ্রীচৈতন্যাব্দঃ ।
২৫৬৪ বুদ্ধাব্দঃ ।
১১ কার্ত্তিক , ১৪২৭ বঙ্গাব্দঃ ।
২৮ অক্টোবর , ২০২০ খ্রীষ্টাব্দঃ ।
সূর্য্যোদয় ৫.৪৪ মিনিট ।
সূর্য্যাস্ত ৪.৫৯ মিনিট ।
বেলা ১.৪০ পর্যন্ত দ্বাদশী পরে ত্রয়োদশী তিথি ।
পূর্ব্বভাদ্রপদক্ষত্র ।
শুক্ল পক্ষ ।
পণ্ডিতপ্রবর ঁ হেমচন্দ্র শাস্ত্রী ভাগবতাচার্য্যের আবির্ভাব তিথি ।
ভগিনী নিবেদিতার জন্মদিবস ।
শ্রীশ্রীরঘুনাথজীর আবির্ভাব দিবস ।
‘চৈতণ্য চরিতামৃত ‘ প্রণেতা কৃষ্ণদাস কবিরাজের তিরোভাব তিথি ।
সাহিত্যিক অন্নদাশঙ্কর রায়ের প্রয়াণ দিবস ।
অসম…..সমাজসেবক কুঞ্জবিহারী ডেকার তিরোভাব তিথি ।
আজকের দিন শুভ ও পূণ্যময় হোক ।