আত্মাশুদ্ধি

হরি ওঁ

সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়াঃ ।
সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিদ দুঃখভাগ ভবেৎ ।

 

বিবেকানন্দের বাণী
—————————-

” আমরা সকলেই ঋষির বংশধর। এইরূপেই ভারতে ধর্মের প্রতি অতিশয় সম্মান ও শ্রদ্ধাভক্তি প্রদর্শিত হইয়া থাকে । ‘…(৮/২৫৭ )
স্বামী বিবেকানন্দ ।

 

ওঁ

শ্রীপরমাত্মনে নমঃ

কেনোপনিষদ

তৃতীয় খণ্ড

যক্ষরূপী ব্রহ্ম বায়ুকে জিজ্ঞাসা করলেন………..

তস্মিঁ্স্ত্বয়ি কিং বীর্যমতি ? অপীদঁ্সর্বমাদদীয়ম্ , যদিদং পৃথিব্যামিতি । (০৯)

এইরূপ নামশালী তোমার মধ্যে বিশেষ কী সামর্থ্য আছে এই কথা বলো ।

তখন বায়ু উত্তর দিলেন, যদি আমি ইচ্ছা করি তো পৃথিবীতে এই যা কিছু আছে, সেই সবকেই তুলে নিয়ে— আকাশে উড়িয়ে নিতে পারি । (৯)

শুক্রবারের প্রভাতি শুভেচ্ছা

আজ শুক্রবার…………….

কার্ত্তিক মাস ( দামোদর )

৫১২২ কলিযুগাব্দ ।
২০৭৭ বিক্রম সংবৎ ।
১৯৪২ শকাব্দঃ ।
৫৩৫ শ্রীচৈতন্যাব্দঃ ।
২৫৬৪ বুদ্ধাব্দঃ ।
১৩ কার্ত্তিক , ১৪২৭ বঙ্গাব্দঃ ।
৩০ অক্টোবর, ২০২০ খ্রীষ্টাব্দঃ ।
সূর্য্যোদয় ৫.৪৫ মিনিট ।
সূর্য্যাস্ত ৪.৫৮ মিনিট ।
চতুর্দ্দশী তিথি ।
রেবতীনক্ষত্র ।
শুক্ল পক্ষ ।

কোজাগরী লক্ষ্মীপুজো ।

শিশু সাহিত্যিক সুকুমার রায়ের জন্মদিবস ।

পরমগুরু ভবা পাগলার জন্মতিথি ।

দয়ানন্দ সরস্বতী স্বামীর তিরোভাব দিবস ।

 

অসম……..সমাজসেবক ডাঃ প্রদীপ বরা এবং ধুবরি জেলার বি. এন কলেজের প্রতিষ্টাতা নারায়ণ দাসের স্মৃতিদিবস ।

ত্রিপুরা……. স্পন্দন পত্রিকার সম্পাদক সত্যেন বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণ দিবস ।

 

আজকের দিন শুভ ও শান্তময় হোক ।

Related Articles

Back to top button