হরি ওঁ
।। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ , কৃষ্ণ কৃষ্ণ হরে হরে । হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।। জয় রাধা গো বৃন্দ জয় জয় জয় জয় রাধে । শ্রীরাধাগোবিন্দ জয় জয় জয় জয়রাধে ।। রাধা গোবিন্দের চরণে শত কোটি প্রনাম সাধক স্বপন দত্ত বাউল
ওঁ সচ্চিদানন্দরূপায় নমোহস্তু পরমাত্মনে ।
জ্যোতির্ময়স্বরূপায় বিশ্বমাঙ্গল্যমূর্তয়ে ।।
বিবেকানন্দের বাণী
----------------------------
” হিন্দুদের দৃষ্টিতে কিন্তু ঈশ্বর ও আত্মাই একমাত্র সত্য পদার্থ —– এই জগৎ যতদূর সত্য, তার চেয়েও অনন্তগুণে সত্য ; সুতরাং ঈশ্বর ও আত্মার জন্য জগৎটাকে ত্যাগ করিতে হিন্দু প্রস্তুত । “…..(৫/৩৯৯ ) । স্বামী বিবেকানন্দ ।
ওঁ
শ্রীপরমাত্মনে নমঃ
শ্রীগীতা----- অষ্টাদশ অধ্যায়
মোক্ষসন্ন্যাসযোগ
শ্রীভগবান উবাচ
ত্যাজ্যং দোষবদিত্যেকে কর্ম প্রাহুর্মণীষিণঃ ।
যজ্ঞদানতপঃকর্ম ন ত্যাজ্যমিতি চাপরে ।। (০৩)
কোনো কোনো বিদ্বান ব্যাক্তি বলেন,যে সমস্ত কর্মই দোষযুক্ত, অতএব সমস্ত কর্ম ত্যাগ করা উচিৎ; আবার অন্য কোনো কোনো বিজ্ঞ ব্যাক্তি বলেন যে যজ্ঞ , দান, ও তপস্যারূপ কর্ম ত্যাগ করা উচিৎ নয় । (৩)
সোম প্রভাতের শুভ্র শুভেচ্ছা
আজ সোমবার……..
আষাঢ় মাস ( বামন )
৫১২২ কলিযুগাব্দ
২০৭৭ বিক্রম সংবৎ।
১৯৪২ শকাব্দঃ ।
৫৩৫ শ্রীচৈতন্যাব্দঃ ।
২৫৬৪ বুদ্ধাব্দঃ ।
১৪ আষাঢ় , ১৪২৭বঙ্গাব্দ ।
২৯ জুন, ২০২০ খ্রীষ্টাব্দ ।
সূর্য্যোদয় ৪.৫৮ মিনিট ।
সূর্য্যাস্ত ৬.২৪ মিনিট ।
নবমী তিথি ।
সকাল ৭.২১ পর্যন্ত হস্তানক্ষত্র পরে চিত্রানক্ষত্র ।
শুক্ল পক্ষ ।
শ্রীশ্রী বৌদ্ধ দেবাবির্ভাব ।
বঙ্গসূর্য্য স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের জন্মদিবস ।
মাইকেল মধুসুদন দত্তের তিরোধান দিবস ।
অসম……বিশিষ্ট ফুটবলার ঁ কনক বরদলৈর স্মৃতিদিবস ।
আজকের দিন শুভ ও মঙ্গলময় হোক ।